(Source: Poll of Polls)
IPL 2025: যার বলে উড়ল স্টাম্প, তাঁকেই ম্যাচশেষে বিশেষ উপহার দিলেন রোহিত শর্মা
Rohit Sharma: আরসিবির বিরুদ্ধে যশ দয়ালের বলে ১৭ রানে আউট হন রোহিত শর্মা।

মুম্বই: সোমবার, ৭ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে পরাজিত হয় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians vs Royal Challengers Bengaluru)। পাঁচ ম্যাচের মধ্যে চারটি হেরে বিরাট বিপাকে পল্টনরা। দলের হয়ে একেবারেই ফর্মে নেই রোহিত শর্মা (Rohit Sharma)। শুরুটা ভাল করলেও রোহিত এদিন বেশিদূর এগোতে পারেননি। ১৭ রানে যশ দয়ালের (Yash Dayal) বলে আউট হন তিনি। তবে ম্যাচশেষে সেই যশকেই বিশেষ উপহার দিলেন রোহিত।
আন্তর্জাতিক ক্রিকেটে ট্রেন্ট বোল্ট থেকে শাহিন, বাঁ-হাতি ফাস্ট বোলারদের বিরুদ্ধে অতীতেও রোহিত শর্মা আউট হয়েছেন। সেই থেকেই সম্ভবত তাঁর বিরুদ্ধে বাঁ-হাতি যশ দয়ালকে বলে আনেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। সেই পরিকল্পনা কাজেও দেয়। যশের ইনস্যুইংয়ে পরাস্ত হয়ে স্টাম্প হারান রোহিত। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়কের সঙ্গে দেখা করেন যশ দয়াল। তারপরেই তাঁর আরসিবি জার্সিতে সই করার আবদার করেন যশ। হাসিমুখে যশের জার্সিতে 'হিটম্যান' সই তো করেনই, পাশাপাশি তাঁর সঙ্গে ছবিও তোলেন। রোহিতের সঙ্গে নিজের ছবি পোস্ট করে যশ দয়াল লেখেন, 'রোহিত ভাইয়ের সঙ্গে এক অবিস্মরণীয় মুহূর্ত, চিরকৃতজ্ঞ আমি।'
View this post on Instagram
প্রথমে ব্যাট করতে নেমে পাহাড়প্রমাণ রান বোর্ডে তুলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাট হাতে অর্ধেক কাজটা করেই রেখেছিলেন বিরাট কোহলি, রজত পাতিদার, জিতেশ শর্মারা। বাকি কাজটা করে ফেলেন আরসিবির বোলাররা। মাঝে শুধু হার্দিক ও তিলকের ব্যাটিং মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের মনে কিছুটা আশা সঞ্চার করেছিল। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না।
পাণ্ড্য ব্রাদার্সের লড়াইয়ে শেষ হাসি হাসলেন বড়ভাই ক্রুণাল, ৪ উইকেট তুলে নিলেন একাই। ২২২ রান তাড়া করতে নেমে ২০৯ রানেই থামে মুম্বই ইন্ডিয়ান্স। এই জয়ের পরেও অবশ্য লিগ তালিকায় আরসিবি এখনও তিনেই রয়েছে। আর মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে আটে।
কোহলি এই ৬৭ রানের ইনিংসের সুবাদেই বিশ ওভারের ক্রিকেটে ১৩ হাজার রানের গণ্ডি পার করে ফেললেন। এই কৃতিত্ব কিন্তু আর কোনও ভারতীয় ব্যাটারের নেই। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে রানের বিচারে ভারতীয় হিসাবে ওয়াংখেড়েতেই এল অনন্য নজির। বিশ্ব ক্রিকেটে কোহলি বাদে আর মাত্র চার জনের এই ১৩ হাজার টি-টোয়েন্টি রান করার কৃতিত্ব রয়েছে। ৪০৩ নম্বর টি-টোয়েন্টি ম্যাচে কোহলি ১৩ হাজার রান পূরণ করলেন। তবে তিনি শীর্ষে থাকা তাঁর প্রাক্তন আরসিবি সতীর্থ ক্রিস গেলের থেকে এখনও খানিকটা পিছিয়ে। গেল ৪৬৩টি ম্যাচ খেলে মোট ১৪৫৬২ রান করেছেন।




















