IPL 2022: সেয়ানে-সেয়ানে, বাটলারের বিরুদ্ধে দুরন্ত রেকর্ড, রশিদ পারবেন আজ ঝড় থামাতে?
GT vs RR, IPL Final Live: চলতি আইপিএলে ১৬ ম্যাচে ৮২৪ রান। চারটি সেঞ্চুরি। দুরন্ত ছন্দে থাকা বাটলারের পথের কাঁটা রশিদ খান।
আমদাবাদ: চলতি আইপিএলে (IPL) ১৬ ম্যাচে ৮২৪ রান। চারটি সেঞ্চুরি। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ। তবে আইপিএলের ইতিহাসে সেই অরেঞ্জ ক্যাপের লড়াইকে জস বাটলারের (Jos Buttler) মতো এতটা একপেশে করে ফেলতে কাউকে দেখা যায়নি।
বিরাট ব্যবধান
নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২০৮ রানে এগিয়ে রয়েছেন ইংরেজ তারকা। অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুলের (KL Rahul) সংগ্রহ ৬১৬ রান। তিন নম্বরে থাকা কুইন্টন ডি'ককের সঙ্গে বাটলারের রানের ব্যবধান তিনশোরও বেশি। কুইন্টনও লখনউয়ের ক্রিকেটার। লখনউ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় বাটলার অরেঞ্জ ক্যাপ কার্যত জিতেই গিয়েছেন। রবিবার ফাইনালেও বাটলারের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে রাজস্থান রয়্যালস।
আফগান অস্ত্র
বাটলারকে রুখতে গুজরাত টাইটান্সের সেরা বাজি হতে পারেন রশিদ খান (Rashid Khan)। বাটলারের বিরুদ্ধে আফগানিস্তানের লেগস্পিনারের সাফল্য বেশ ঈর্ষণীয়। টি-টোয়েন্টি ক্রিকেটে বাটলারকে মোট চারবার আউট করেছেন রশিদ। যার মধ্যে তিনবার আইপিএলে। রশিদের বিরুদ্ধে ৮ ইনিংসে মাত্র ২৫ রান করতে পেরেছেন বাটলার। স্ট্রাইক রেট মাত্র ৬০। রবিবার দুজনের ক্রিকেটীয় দ্বৈরথ আইপিএল ফাইনালের সেরা আকর্ষণ হতে চলেছে।
কলকাতা থেকে সমর্থন
এবারের আইপিএলটা (IPL) বেশ অন্য়রকম কাটছে রোমির (Romi Mitra)। ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) নতুন দলের হয়ে নিজেরে পুণঃপ্রতিষ্ঠা করছেন। পারফরম্যান্স দিয়ে সমস্ত সমালোচনার জবাব দিচ্ছেন। আর তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় ডামাডোলের সময় স্ত্রী সঙ্গে থাকতে পারছেন না। আগলে রাখতে পারছেন না। দুই সন্তানের কথা ভেবে বায়ো বাবলে প্রবেশ করেননি রোমি। ইডেনে প্লে অফের ম্যাচ দেখেছিলেন গুজরাত টাইটান্সের জন্য বরাদ্দ বক্সে। অন্যান্য ক্রিকেটারের পরিবারের মতো বায়ো বাবলের বক্সে বসা হয়নি।
তবে ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার দেখার ফাঁকে রোমি এবিপি লাইভকে বলেছিলেন, ফাইনাল দেখতে আমদাবাদ যেতে পারেন। জানিয়েছিলেন, আইপিএল ফাইনাল খেলার সুযোগ তো বড় একটা পাওয়া যায় না। তাই এই মাহেন্দ্রক্ষণ মাঠে থেকে দেখতে চেয়েছিলেন রোমি।
কিন্তু বিধি বাম হলে যা হয়। আচমকাই দাঁতের যন্ত্রণায় কাবু রোমি। পরিস্থিতি এমনই হয়ে দাঁড়ায় যে, যন্ত্রণায় কাতর রোমি তাঁর দাঁত তুলতে বাধ্য হয়েছেন। তাঁর আমদাবাদ যাওয়াও হচ্ছে না। শহরে বসেই গুজরাতের হয়ে গলা ফাটাবেন ঋদ্ধির ঘরণি।
আরও পড়ুন: IPL 2022: বিরাটদের খুদে ভক্ত বোল্টের থেকে উপহার পেয়েই বদলে ফেলল দল! দেখুন ভিডিও