Shah Rukh Khan Birthday: বাদশার জন্মদিন, আবেগে ভাসল কেকেআর শিবির, রিঙ্কু-রাসেলদের বার্তা মন জিতে নিল
KKR: ষাট পূর্ণ করলেন বলিউডের বাদশা। আর তাঁর জন্মদিনে আবেগে ভাসলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা।

কলকাতা: তাঁকে বলা হয়, তিনি শুধু দলের মালিকই নন। তিনি দলের সেরা চিয়ারলিডারও। কলকাতা নাইট রাইডার্স জিতলে আনন্দ করেন। মাঠে তাঁর সমার সল্ট আইপিএলের সেরা ছবিগুলির মধ্যে একটি হয়ে থেকে গিয়েছে। আবার দল হারলেও তিনিই গোটা শিবিরকে উদ্বুদ্ধ করতে আসরে নেমে পড়েন।
রবিবার, ২ নভেম্বর সেই শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্মদিন। ষাট পূর্ণ করলেন বলিউডের বাদশা। আর তাঁর জন্মদিনে আবেগে ভাসলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা। অধিনায়ক অজিঙ্ক রাহানে থেকে শুরু করে দলের সবচেয়ে দামি ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংহরা শাহরুখকে শুভেচ্ছাবার্তা জানালেন। সেই ভিডিও কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল।
অজিঙ্ক রাহানে বলেছেন, 'শাহরুখ স্যর, জন্মদিনের অনেক শুভেচ্ছা। হারকে জিতনেওয়ালো কো বাজিগর কহতে হ্যায়।' কেকেআর তাঁকে ছেড়ে দিতে পারে বলে জোর জল্পনা। তবে আন্দ্রে রাসেল যে কিংগ খানের অন্যতম প্রিয় পাত্র, সেটা দলের সঙ্গে জড়িত সকলেই জানেন। সেই দ্রে রাস ভিডিও বার্তায় বলেছেন, 'কিংবদন্তি শাহরুখ খান, আপনাকে জন্মদিনের অনের শুভেচ্ছা।'
কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ার। গত আইপিএলে তাঁকে দলের সহ অদিনায়ক করা হয়। তবে মাঠে একেবারেই দাগ কাটতে পারেননি। পরের আইপিএলের আগে তাঁকে কেকেআর ছেড়ে দিতে পারে বলে বিভিন্ন সূত্রের খবর। সেই বেঙ্কটেশ আইয়ার অবশ্য টিম মালিকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, 'আপনার প্রাপ্তির ভাঁড়ার ভরে উঠুক। দারুণ জন্মদিন কাটুক। আমাদের অনুপ্রেরণা দিতে থাকুন।' মণীশ পাণ্ডে বলেছেন, 'আপনাকে জন্মদিনের অনের শুভেচ্ছা শাহরুখ স্যর।'
কেকেআরের অন্যতম অস্ত্র রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। তাঁর বার্তা, 'বরাবর আপনার বিরাট ভক্ত, জন্মদিন দারুণ কাটুক।' বৈভব অরোরা, অঙ্গকৃষ রঘুবংশীরা শুভেচ্ছা জানিয়েছেন। অঙ্গকৃষ বলেছেন, ‘আপনাকে জন্মদিনের অনের শুভেচ্ছা। আপনি সেরা মালিক।’ রামনদীপ সিংহ বলেছেন, জন্মদিনের অনেক অনেক শুভকামনা। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।'
View this post on Instagram
কেকেআরে শাহরুখের অন্যতম প্রিয় পাত্র রিঙ্কু সিংহ। গত আইপিএলের উদ্বোধনী মঞ্চে রিঙ্কুকে মঞ্চে ডেকে নিয়ে ইডেন মাতিয়েছিলেন শাহরুখ। সেই রিঙ্কু বলেছেন, 'আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রত্যেক বছর দলকে সমর্থন করতে মাঠে আসুন, তাতে দল দারুণ উদ্বুদ্ধ হয়।'



















