এক্সপ্লোর
গতি, বাউন্সার, ইয়র্কার, তিন অস্ত্রে ফার্গুসন ডেথ বোলিং ধাঁধার সমাধান, এবিপি আনন্দের প্রশ্নে বললেন কামিন্স
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে লকি ফার্গুসনের গতির আগুনে ছারখার হয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ। কার্যত একা হাতে কলকাতা নাইট রাইডার্সকে জেতালেন নিউজিল্যান্ডের ডানহাতি পেসার। তাঁর শিকার কারা? কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, মণীশ পাণ্ডে, ডেভিড ওয়ার্নার ও আব্দুল সামাদ!

কলকাতা: প্রথমে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে ম্যাচের মোড় ঘোরালেন। তারপর সুপার ওভারে মাত্র ২ রান খরচ করে তুলে নিলেন আরও ২ উইকেট। সব মিলিয়ে ৫ ওভারে মাত্র ১৭ রানে ৫ উইকেট! টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য পরিসংখ্যান। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে লকি ফার্গুসনের গতির আগুনে ছারখার হয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ। কার্যত একা হাতে কলকাতা নাইট রাইডার্সকে জেতালেন নিউজিল্যান্ডের ডানহাতি পেসার। তাঁর শিকার কারা? কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, মণীশ পাণ্ডে, ডেভিড ওয়ার্নার ও আব্দুল সামাদ! রবিবারই চলতি আইপিএলে প্রথমবার খেললেন ফার্গুসন। আর নাইটদের জার্সিতে আবির্ভাবেই নায়ক। ফার্গুসনই ম্যাচের সেরা। তার চেয়েও বড় কথা, নাইট শিবিরের ডেথ বোলিং ধাঁধার সমাধান হিসাবে নিজেকে মেলে ধরলেন ফার্গুসন। যা নিয়ে স্বস্তিতে শাহরুখ খান-জুহি চাওলার দল। ম্যাচের পর প্যাট কামিন্সের কথায় যা ধরা পড়ল। ফার্গুসন কি নাইটদের ডেথ বোলিং সমস্যার সমাধান হয়ে উঠলেন? ম্যাচের পর এবিপি আনন্দের প্রশ্নে আবু ধাবি থেকে জুম কলে কামিন্স বললেন, ‘ওর বলে গতি আছে। ফাস্টবোলার হিসাবে যেটা দেখে আমি ব্যক্তিগতভাবে খুশি। দ্রুত গতিতে কয়েকটা বল করতে পারে, ফাস্ট বাউন্সার, ইয়র্কার – সবরকম অস্ত্রই রয়েছে ওর তূণে। গোটা দলকে চাঙ্গা করে দিয়েছিল ওর বোলিং। আশা করছি ওর এরকম পারফরম্যান্স আরও দেখতে পাব।’ ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে অইন মর্গ্যানের দল। প্লে-অফের দৌড়ে ভাল মতোই রয়েছে নাইটরা। পাশাপাশি ফার্গুসনের ফর্ম গোটা শিবিরকে চনমনে করে তুলেছে। কামিন্স বলছেন, ‘লকি আজ অবিশ্বাস্য বোলিং করেছে। ওর জন্য খুব খুশি। পরিশ্রম করেছে। বিশ্বের অন্যতম সেরা পেসার ও। চাপের মুখে অসাধারণ পারফরম্যান্স করেছে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন




















