Mayank Yadav: বর্ডার-গাওস্কর ট্রফিতে ময়ঙ্কের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছেন স্মিথ
IPL 2024: মাত্র ২ টো ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত আইপিএলে। কিন্তু এরমধ্যে আলোচনার কেন্দ্রে ২১ বছরের ময়ঙ্ক। দেড়শোর বেশি গতিতে নাগাড়ে বল করতে পারেন।
সিডনি: গতির সাম্রাজ্যেই গতির বিরুদ্ধে লড়াই। ভারতের নতুন পেস সেনশেসন ময়ঙ্ক যাদবকে (Mayank Yadav) দেখে বেশ খুশি হয়েছেন স্টিভ স্মিথ ( Steve Smith)। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক চাইছেন ময়ঙ্ককে যেন অবশ্যই বর্ডার-গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) জন্য ভাবা হয়। লখনউ সুপারজায়ান্টসের এই তরুণ পেসারের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গতিময় পিচে মোকাবিলা করতে চাইছেন স্মিথ।
মাত্র ২ টো ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত আইপিএলে। কিন্তু এরমধ্যে আলোচনার কেন্দ্রে ২১ বছরের ময়ঙ্ক। দেড়শোর বেশি গতিতে নাগাড়ে বল করতে পারেন। শুধু গতি নয়, সঙ্গে রয়েছে নিয়ন্ত্রণও। যা দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন দ্রুত এই পেসারকে জাতীয় দলের অন্তর্ভুক্ত করা হোক। তারকা অজি প্লেয়ার স্মিথ গত নিলামে অবিক্রিত ছিলেন। স্টার স্পোর্টসের কমেন্ট্রি প্যানেলে রয়েছেন এই মুহূর্তে স্মিথ। সেখানেই তিনি বলেন, "আমি অবশ্যই চাইব যে ময়ঙ্ক যাদব যেন বর্ডার-গাওস্কর ট্রফিতে খেলে। ওর বিরুদ্ধে খেলার জন্য পুরো মুখিয়ে আছি আমি।"
ময়ঙ্ককে গত মরশুমে দলে নিয়েছিল লখনউ। কিন্তু চোটের জন্য খেলতে পারেননি একটি ম্যাচেও। এবারও প্রথম ম্যাচে খেলানো হয়নি তাঁকে। কিন্তু দ্বিতীয় ম্যাচে পারফরম্যান্সের পর এখন হয়ত আর ময়ঙ্ককে বসানোর সাহস দেখাবে ফ্র্যাঞ্চাইজি। ময়ঙ্কই টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র প্লেয়ার যিনি পরপর দুটো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন।
অস্ট্রেলিয়ার বাউন্সি, গতিময় পিচে ব্যাটারদের অগ্নিপরীক্ষা চলে। ভারতীয় দলে বুমরা, শামি রয়েছেন। আছেন সিরাজও। এবার যদি ময়ঙ্ক ঢুকে পড়েন তাহলে কিন্তু কামিন্সের দলকে চিন্তায় পড়তেই হবে। উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ হবে পার্থে। সেখানেই কি দেখা যাবে ময়ঙ্ককে?
লখনউ সুপারজায়ান্টস এবারের আইপিএলে প্রথম ম্যাচে নেমেছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই ম্যাচে হারতে হয়েছিল তাদের। কিন্তু পরের দুটো ম্যাচে টানা জয় ছিনিয়ে নেয় লখনউ। পাঞ্জাবের বিরুদ্ধে ২১ রান ও আরসিবির বিরুদ্ধে ২৮ রানে জয় ছিনিয়ে নিয়েছিল কে এল রাহুলের দল। দুটো ম্যাচেই ময়ঙ্ক তাঁর গতি দিয়ে কুপোোকাত করেছেন প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপকে। আগামী ৭ এপ্রিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবে লখনউ। নিজেদের ঘরের মাঠে সেই ম্যাচে খেলতে নামবে তারা। আজ আইপিএলে সানরাইজার্স খেলতে নামবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।