(Source: ECI/ABP News/ABP Majha)
RCB vs SRH: ইতিহাস RCB-র পক্ষে, চিন্নাস্বামীর মাঠে SRH-র বিধ্বংসী ব্যাটিং লাইনআপকে রুখতে পারবেন সিরাজরা?
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad: চিন্নাস্বামীতে সানরাইজার্স আট ম্যাচ খেলে মাত্র দুইটিতে জয় পেয়েছে। আইপিএলের সব দলগুলির মধ্যে সানরাইজার্সের রেকর্ডই এই মাঠে সবথেকে খারাপ।
বেঙ্গালুরু: একদিকে চলতি আইপিএলের (IPL 2024) সম্ভবত সবথেকে বিধ্বংসী ব্যাটিং লাইনআপ এবং তার বিপক্ষে এমন এক বোলিং আপ, যা প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছে। সানরাইরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) এই মরশুমেই আইপিএলের সর্বকালের সর্বাধিক ২৭৭ রান করেছে। আবার চলতি আইপিএলের পাওয়ার প্লেতে আরসিবির (RCB) বোলিং গড় ৯১.৭৫। এখনও অবধি মেগা টুর্নামেন্টের ১৭টি মরশুমে এত খারাপ বোলিং গড় আর কোনও দলের নেই। সুতরাং, আজকের ম্যাচে প্রচুর রানের সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে।
সানরাইজার্সের ব্যাটিং লাইন আপের শীর্ষে ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, মিডল অর্ডারে হেনরিখ ক্লাসেন এবং লোয়ার অর্ডারে প্যাট কামিন্সের মতো তারকার উপস্থিতি যে কোনও প্রতিপক্ষ আক্রমণকে ভয় ধরানোর জন্য যথেষ্ট। চিন্নাস্বামীর ছোট মাঠে এই তারকারদের ব্যাট থেকে প্রচুর চার-ছক্কা দেখার আশায় থাকবেন সকলে। কিন্তু নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজির রেকর্ড চিন্নাস্বামীর মাঠে একেবারেই ভাল নয়। আটবার চিন্নাস্বামীতে মাঠে নেমে মাত্র দুইবার জিততে পেরেছে সানরাইজার্স। আইপিএলের আর কোনও দলের এই মাঠে এত খারাপ রেকর্ড নেই।
তবে সানরাইজার্সের কাছে আরসিবিকে তাদের ঘরের মাঠে হারানোর হয়তো এটাই সেরা সময়। বিরাট কোহলি চলতি আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক। তাতে অবাক করার কিছু নেই। গত ম্যাচে ফাফ ডু প্লেসি, দীনেশ কার্তিকও রান পেয়েছেন। তবে আরসিবির ব্যাটিং লাইন আপে ধারাবাহিকতার অভাব রয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল নিজের 'বিগ শো'র কোনও ঝলকই এখনও অবধি এই মরশুমে দেখাতে পারেননি। অপরদিকে, বোলিংয়ে মহম্মদ সিরাজের চলতি মরশুমে যে একেবারেই ভাল কাটছে না, তার প্রমাণ পরিসংখ্যানই দেয়। ছয় ম্যাচে মাত্র চার উইকেট নিয়েছেন তারকা ফাস্ট বোলার। তাঁর ইকোনমি ১০.৪০। গ্লেন ম্যাক্সওয়েল চার উইকেট নিয়েছেন বটে, তবে তিনি বাদে আরসিবির কোনও স্পিনারই কার্যত বলার মতো কিছু করেননি। ফলে যা হওয়ার তাই হয়েছে।
বিগত চার ম্যাচেই হেরেছে আরসিবি। অধিনায়ক ডু প্লেসিও মেনে নিচ্ছেন তাঁর হাতে যথেষ্ট বোলিং অস্ত্র নেই। দলের ব্যাটারদেরই তাই বাড়তি দায়িত্ব নিতে হবে। হারের ধারা পিছনে ফেলে আরসিবি জয়ের সরণিতে ফিরবে না সানরাইজার্স মরশুমের চতুর্থ ম্যাচ জিতবে এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ধোনিকে দেখেই ছুটে গেলেন হার্দিক, করলেন আলিঙ্গন, ভাইরাল হল ভিডিও