RCB vs CSK, IPL 2023 Live : চিন্নাস্বামীতে রানের বন্যা, হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৮ রানে বাজিমাত সিএসকের
IPL 2023, Match 24, RCB vs CSK : আইপিএলের মেগা ডুয়েল। মুখোমুখি বিরাট-ধোনি। বেঙ্গালুরুতে সম্মুখসমরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস।

Background
বেঙ্গালুরু : সপ্তাহের প্রথম দিনই আইপিএলে (IPL) ধুন্ধুমার লড়াই। একদিকে মহেন্দ্র সিংহ ধোনি আর তাঁর চেন্নাই সুপার কিংস (CSK)। অন্যদিকে ফাফ ডুপ্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। যে দলের হৃদপিণ্ড বিরাট 'কিংগ কোহলি'। ষোড়শ আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়েও রয়েছেন। সোমবার চিন্নাস্বামীর দ্বৈরথ ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে। ৪ ম্যাচে ২ টি জয় নিয়ে দুই ফ্র্যাঞ্চাইজিই রয়েছে ৪ পয়েন্টে। রান রেটের বিচারে লিগ টেবিলে ছয় ও সাত নম্বরে রয়েছে সিএসকে ও আরসিবি।
আর সেই ম্যাচের আগে সকলের আগ্রহের কেন্দ্রে বাইশ গজ। বেঙ্গালুরুর উইকেট কেমন? রানের ঝড় বইবে, নাকি ছড়ি ঘোরাবেন বোলাররা? সাধারণত চিন্নাস্বামীর পিচ ব্যাটারদের স্বর্গ। নৈশালোকে শিশিরে অনেক সময় বল দ্রুত গতিতে যায়। মাঠের বাউন্ডারি ছোট হওয়াটা বেশি রান ওঠার ক্ষেত্রে অনুঘটকের কাজ করে। এই মাঠে এবারের আইপিএলে তিনটি ম্যাচ হয়েছে। তাতে ৫৭টি ছক্কা হয়েছে। এবারের আইপিএলে এক মাঠে সবচেয়ে বেশি ছক্কার নজির এটাই। ম্য়াচের সময় আবহাওয়ার ভাল থাকবে বলে পূর্বাভাস। বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কোনও আশঙ্কা নেই। চোট আঘাতই সিএসকে-র সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পরের ৬ ম্যাচের মধ্যে ৪টি ম্যাচই খেলতে হবে বাইরের মাঠে। যে ম্যাচগুলিতে জোরে বোলিং বিভাগ সাজানো সবথেকে বড় চিন্তা স্টিফেন ফ্লেমিংয়ের।
RCB vs CSK Live Score : মাথিসা পাতিরানার ঠান্ডা মাথায় বোলিং, ৮ রানে ম্যাচ জয় সিএসকের
মাথিসা পাতিরানার ঠান্ডা মাথায় বোলিং, ৮ রানে ম্যাচ জয় সিএসকের। ২০ ওভারে ৮ উইকেটে ২১৮ রান আরসিবির।
RCB vs CSK Live : হাড্ডাহাড্ডি লড়াই, ২০০ পার আরসিবি-র
হাড্ডাহাড্ডি লড়াই ম্যাচে শেষপর্বেও ২০০ পার আরসিবি-র। ১৯ ওভারের শেষে তাদের স্কোর ৭ উইকেটে ২০৮ রান। শেষ ওভারের ম্যাচ জিততে প্রয়োজন ১৯ রান।




















