IPL 2022: প্রস্তুতির ফাঁকে টিম হোটেলের টিভিতে নিলামেও নজর রোহিত, শ্রেয়সদের
IPL 2022: ইডেন গার্ডেন্সে ৩ ম্যাচের সিরিজ খেলতে নামবে ২ দল। কিন্তু এরই মাঝে বেঙ্গালুরুতে চলছে আইপিএলের নিলাম। সেদিকেও সবার নজর রয়েছে। নজর রয়েছে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদেরও।
কলকাতা: ওয়ান ডে সিরিজ ঝুলিতে পুরে নিয়েছে ভারত। আগামী বুধবার থেকে শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। ইডেন গার্ডেন্সে ৩ ম্যাচের সিরিজ খেলতে নামবে ২ দল। কিন্তু এরই মাঝে বেঙ্গালুরুতে চলছে আইপিএলের নিলাম। সেদিকেও সবার নজর রয়েছে। নজর রয়েছে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদেরও। টিম হোটেলের টিভিতেই নজর রেখেছেন রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণরা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবিও পোস্ট করেছেন রোহিত শর্মা। সেখান দেখা যাচ্ছে যে শ্রেয়স, ঈশান, সূর্যকুমার, পন্থরা মিলে নিলাম পর্ব দেখছেন টিভিতে।
উল্লেখ্য, ইডেনে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু টি-২০ সিরিজ। গতকালই শহরে পৌঁছে গেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দল। এদিন সন্ধেয় ইডেনে প্র্যাকটিসের জন্য পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়রা। উল্লেখ্য, চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের সীমিত ওভারের দলের সহ-অধিনায়ক কে এল রাহুল ও বাঁ হাতি অল-রাউন্ডার অক্ষর পটেল। তাঁদের বদলে দলে এসেছেন রুতুরাজ গায়কোয়াড় ও দীপক হুডা।
তৃতীয় একদিনের ম্যাচে (ODI) ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) ৯৬ রানে হারিয়ে সিরিজ ৩-০ ফলে জিতেছে ভারতীয় দল (Team India)। অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথম সিরিজেই দুর্দান্ত সাফল্য পেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এবার ইডেনে (Eden Gardens) লড়াই টি-২০ সিরিজের (T-20 Series)। কলকাতায় (Kolkata) তিনটি টি-২০ ম্যাচ খেলবে দু’দল। টি-২০ সিরিজ শুরু ১৬ ফেব্রুয়ারি থেকে।
বিসিসিআই সূত্রে খবর, ৯ ফেব্রুয়ারি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ধরে রাহুলের। অক্ষর করোনা আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে ওঠার পর তিনি রিহ্যাবিলিটেশন শুরু করেছেন। রিহ্যাবের চূড়ান্ত পর্যায়ে আছেন তিনি। সেই কারণেই টি-২০ সিরিজে তিনিও নেই।
রাহুল ও অক্ষর টি-২০ সিরিজ খেলার বদলে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন। সেখানে তাঁদের চোট পরীক্ষা করা হবে এবং রিহ্যাব চলবে।
আরও পড়ুন: সিঙ্গাপুরে জন্ম, ঝাঁপিয়ে পড়ে নিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স