MI vs CSK: দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েও মুম্বইকে জেতাতে ব্যর্থ রোহিত, ৪ উইকেট নিয়ে সিএসকের জয়ের নায়ক পাথিরানা
Rohit Sharma: সিএসকের বিরুদ্ধে ৬৩ বলে ১০৫ রানে অপরাজিত রইলেন মুম্বই ইন্ডিয়ান্স ওপেনার রোহিত শর্মা।

মুম্বই: ২০৭ রানের লক্ষ্যটা সহজ ছিল না। তবে ওয়াংখেড়ের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স একাধিকবার বড় রান তাড়া করে জিতেছে। তবে এবার আর হল না। রোহিত শর্মা (Rohit Sharma) আইপিএল কেরিয়ারের দ্বিতীয় শতরান হাঁকিয়েও দলকে জেতাতে পারলেন না। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে (MI vs CSK) ২০ রানে হারল মুম্বই। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৮৬ রানেই থামল পল্টনদের লড়াই।
সিএসকের বিরুদ্ধে শুরুটা মুম্বইয়ের দুই ওপেনার রোহিত ও ঈশান কিষাণ শুরুটা দুরন্তভাবে করেছিলেন। পাওয়ার প্লেতে ৬৩ রান যোগ করেন দুইজনে। তবে অষ্টম ওভারে বল হাতে নিয়েই ম্যাচের মোড় সিএসকের দিকে ঘোরানো শুরু করেন মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। নিজের প্রথম ওভারে বল হাতে নিয়েই জোড়া সাফল্য পান তিনি। ঈশানকে ২৩ রানে ফেরানের পরেই সূর্যকুমার যাদবকেও খাতা খোলার আগেই ফেরান লঙ্কান তারকাই। তিলক রোহিতকে ভাল সঙ্গ দিচ্ছিলেন বটে, তবে ৩১ রানে তিনিও পাথিরানার শিকার হন।
অবশ্য ১১ ওভারে শতরানে গণ্ডি পার করা মুম্বই কিন্তু জয়ের পথে ভালভাবেই অগ্রসর হচ্ছিল। রোহিত নিজের অর্ধশতরানও পূরণ করেন। মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য এদিন ব্যর্থ। দুই রানে তাঁকে ফেরান তুষার দেশপাণ্ডে। অপরপ্রান্তে পাথিরানা বল হাতে দাপট দেখাতে থাকেন। রোমারিও শেফার্ডের মিডল স্টাম্প ছিটকে দিয়ে চতুর্থ সাফল্য পান তিনি। রোহিত একা লড়াই করে গেলেও, শেষের তিনি তেমন স্ট্রাইকই পাননি। তাঁকে কেউ তেমন সঙ্গও দিতে পারেনি। ফলে হেরেই ম্যাচ শেষ করতে হল মুম্বই। জয়ের হ্যাটট্রিক হাঁকানো হল না।
তবে এই ম্যাচের আগে নিজের আচরণে মন জিতলেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ম্যাচ শুরুর আগে দুই দলই শেষ মুহূর্তের প্রস্তুতি সারছিল। ঠিক সেই সময়ই ধোনিকে দেখা মাত্রই তাঁর দিকে ছুটে যান হার্দিক। জড়িয়ে ধরেন প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। দুই তারকার ম্যাচপূর্বে এই সৌজন্যবিনিময়ের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। দুই তারকার আলিঙ্গনের মুহূর্তে গোটা স্টেডিয়াম জুড়েই দর্শকদের গর্জনও শোনা যায়। রবিবাসরীয় ওয়াংখেড়েতে ফের একবার দুইজনের সম্পর্কের সমীকরণ স্পষ্ট হয়ে গেল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ছেলেরা যা চায় তা তো দেন না, ম্যাচ জিতে ইডেনের কিউরেটরের সঙ্গে খুনসুটি শাহরুখের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
