(Source: ECI/ABP News/ABP Majha)
Shah Rukh Khan: ছেলেরা যা চায় তা তো দেন না, ম্যাচ জিতে ইডেনের কিউরেটরের সঙ্গে খুনসুটি শাহরুখের
IPL 2024: মাঠে ঢুকে প্রথমেই শ্রেয়স আইয়ারকে জড়িয়ে ধরলেন বাজিগর। তারপর একে একে আলিঙ্গন করলেন রিঙ্কু সিংহ, হর্ষিত রানা, বৈভব অরোরাদের।
সন্দীপ সরকার, কলকাতা: ম্যাচ তখন সবে শেষ হয়েছে। ২৬ বল বাকি থাকতে লখনউ সুপারজায়ান্টসকে গুঁড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বি ব্লকের বিখ্যাত সেই বক্স থেকে মাঠের মধ্যে প্রবেশ করলেন তিনি। শাহরুখ খান (Shah Rukh Khan)। সঙ্গে কন্যা সুহানা, পুত্র আরিয়ান ও চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। বাংলা নববর্ষে ঘরের মাঠে কেকেআর (KKR) জিতেছে, তাও দাপট দেখিয়ে, তিনি, বরাবরের আবেগপ্রবণ কিংগ খান তো খুশি হবেনই।
মাঠে ঢুকে প্রথমেই শ্রেয়স আইয়ারকে জড়িয়ে ধরলেন বাজিগর। তারপর একে একে আলিঙ্গন করলেন রিঙ্কু সিংহ, হর্ষিত রানা, বৈভব অরোরাদের। আলাদা করে গল্প করলেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইনের সঙ্গে। কথা বললেন লখনউ সুপার জায়ান্টস ক্রিকেটারদের সঙ্গেও। তারপরই দেখা গেল এক ভদ্রলোকের দিকে এগিয়ে গেলেন কেকেআরের টিম মালিক। সঙ্গে কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর। দীর্ঘক্ষণ কথা বললেন। হাসিমুখে দেখা গেল নাইট মালিককে।
যাঁর সঙ্গে শাহরুখ কথা বলছিলেন, তিনি ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়। যাঁর হাত ধরে ইডেনের বাইশ গজ সম্পূর্ণ পাল্টে গিয়েছে। একটা সময় যে পিচে বল পড়ে বনবন ঘুরত, আইপিএলে ১৪০ রানও ছিল জেতার মতো স্কোর, সেই মাঠেই এখন দুশোও হচ্ছে। শাহরুখকে দেখা গেল সুজনের সঙ্গে কথা বলছেন দীর্ঘক্ষণ।
কী বললেন শাহরুখ? ইডেন ছেড়ে বেরনোর সময় সুজন বললেন, 'পিচ নিয়ে ভীষণ খুশি শাহরুখ। আমাকে ধন্যবাদ জানাল। আমি বললাম, ভাল পিচ হয়েছে বলে খুশি তোমরা, খারাপ হলে তখন তো আবার নিন্দা করো। শাহরুখ তাতে মজা করে বলল, খারাপ তো হয়ই না। ছেলেরা পিচ নিয়ে বায়না করে। আপনি তো সব সময় দেন না।'
কেকেআরের পারফরম্যান্স দেখে খুশি প্রাক্তন ক্রিকেটার সুজনও। বললেন, 'শাহরুখকে বলেছি, তোমার দলকে সব ম্যাচে এভাবেই প্রাণবন্তভাবে খেলে যেতে বলো, তাহলেই জিতবে। শাহরুখ পাল্টা বলল, দাদা আপনিই দলকে বলুন না। আমি হেসে বললাম, সেটা কী করে হয়।'
শাহরুখের সঙ্গে সুজনের সখ্যতা অবশ্য নতুন নয়। সুজনকে দাদার মতো শ্রদ্ধা করেন কিংগ খান। কেকেআরের পার্টিতেও আমন্ত্রণ জানিয়েছিলেন শাহরুখ। সুজন বলছেন, 'তবে আমি সেভাবে পার্টি করার লোক নই। গিয়ে দেখা করে এসেছিলাম শুধু।'
চলতি মরশুমে ঘরের মাঠে দুই ম্য়াচ খেলে দুটিতেই জিতল কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদের পর লখনউ সুপার জায়ান্টসকেও হারাল। এরপর আরও চার ম্য়াচ ঘরের মাঠেই খেলবে কেকেআর। চারে চার করতে পারলে শ্রেয়সদের পয়েন্ট দাঁড়াবে ১৬। নিজেদের ডেরা থেকেই প্লে অফের টিকিট কনফার্ম করে ফেলতে মরিয়া নাইট শিবির।
আরও পড়ুন: শাহরুখের সামনে কেকেআরের শাপমুক্তি, লখনউকে দুরমুশ করে মহার্ঘ ২ পয়েন্ট
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।