RCB vs PBKS: বল হাতে অনবদ্য সিরাজ, শিখরের লড়াকু ইনিংসে ভর করে আরসিবির বিরুদ্ধে ১৭৬/৬ পাঞ্জাব
Shikhar Dhawan: পাঞ্জাব কিংসের হয়ে শিখর ধবন সর্বাধিক ৪৫ রানের ইনিংস খেলেন।
বেঙ্গালুরু: শিখর ধবনের (Shikhar Dhawan) চোখধাঁধানো ৪৫ রানের ইনিংস। স্যাম কারান ও জীতেশ শর্মার অর্ধশতরানের পার্টনারশিপ সত্ত্বেও বড় রান তুলতে ব্যর্থ পাঞ্জাব কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৬ রান তুলল পাঞ্জাব কিংস (Punjab Kings)। চার ওভারে বল হাতে মাত্র ২৬ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে নজর কাড়লেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। আইপিএলের এই মরশুমে (IPL 2024) প্রথম ম্যাচ জিততে আরসিবির লক্ষ্য ১৭৭ রান।
এদিন প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। ব্যাট হাতে জনি বেয়ারস্টো নিজের প্রথম রান করতে খানিক সময় নেন। সিরাজের বিরুদ্ধে পরপর দুইটি চার মারার পর বাউন্ডারির হ্যাটট্রিক করার লক্ষ্যেই আউট হন ইংরেজ তারকা। শিখর ধবন এবং প্রভসিমরণ সিংহ বেশ দেখেশুনেই পাঞ্জাব ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সপ্তম ওভারে ৫০-র গণ্ডি পার করে পাঞ্জাব। প্রভসিমরণ দলের হয়ে রানের গতি বাড়াতে গিয়েই ২৫ রানে আউট হন। সাফল্য পান গ্লেন ম্যাক্সওয়েল।
এরপরে লিভিংস্টোনকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন শিখর। ব্যক্তিগত হাফসেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন তিনি, দল ছিল ১০০-র দোরগোড়ায়। তবে পরপর দুই বলে দুই ধাক্কা ফের একবার আরসিবিকে চাপে ফেলে দেয়। জোসেফের বলে লিভিংস্টোন ১৭ রানে আউট হওয়ার পরের বলেই ম্যাক্সওয়েলের বল বাউন্ডারির বাইরে ফেলতে গিয়ে লং অফে ধরা দেন শিখর ধবন। তাঁর সংগ্রহ ৪৫ রান। ইনিংসের হাল সামলানোর দায়িত্ব পড়ে ক্রিজে উপস্থিত দুই নতুন ব্যাটার জীতেশ শর্মা এবং স্যাম কারানের কাঁধে।
গত ম্যাচে দুরন্ত হাফসেঞ্চুরি করে পাঞ্জাবকে জিতিয়েছিলেন কারান। এদিনও তাঁকে দুরন্ত ছন্দে দেখাচ্ছিল। দুইজনে পঞ্চম উইকেটে ৫২ রান যোগও করেন। তবে পাঞ্জাব ১৫০ রানের গণ্ডি পার করার পরেই যশ দয়ালের বলে আউট হন কারান। এক হাতে ঝাঁপ দিয়ে দুরন্ত ক্যাচ ধরেন অনুজ রাওয়াত। কারান ২৩ রানে ফেরার পরপরই ২৭ রানে আউট হন জীতেশও। ঠিক যখন পাঞ্জাবের ১৬৫ রানের গণ্ডি পার করা নিয়েও সংশয় দেখা যাচ্ছিল, তখনই জ্বলে উঠেন শশাঙ্ক সিংহ। ইনিংসের শেষ ওভারে জোসেফের বিরুদ্ধে ২১ রান তোলেন তিনি। বিশেষজ্ঞদের মতে ১৭৬ এই পিচে খুব বড় রান নয়। তবে লড়াইয়ের রসদটুকু পেল পাঞ্জাব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: 'কেউ বলতে পারবে না আরসিবি ট্রফিহীন', খরা কাটিয়েছে মহিলা দল, স্মৃতিরাই ফাফ, বিরাটদের অনুপ্রেরণা