Rinku Singh IPL Salary: জানেন আইপিএল খেলে কত টাকা রোজগার রিঙ্কুর? আক্ষেপ নেই কেকেআর তারকার
IPL 2024: রিঙ্কু সিংহ (Rinku Singh) আইপিএলে কেকেআর (KKR) সতীর্থ অনেকের চেয়েই কম টাকা পান। তবে এ নিয়ে কোনও আক্ষেপ নেই উত্তর প্রদেশের তরুণের।
![Rinku Singh IPL Salary: জানেন আইপিএল খেলে কত টাকা রোজগার রিঙ্কুর? আক্ষেপ নেই কেকেআর তারকার T20 World Cup KKR batter Rinku Singh happy with his IPL salary IPL 2024 Kolkata Knight Riders Rinku Singh IPL Salary: জানেন আইপিএল খেলে কত টাকা রোজগার রিঙ্কুর? আক্ষেপ নেই কেকেআর তারকার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/29/f610afde49f4f3db2a8579c3792471b7171696828372150_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: গত আইপিএলে (IPL 2024) গুজরাত টাইটান্সের বিরুদ্ধে একটা ম্যাচ রাতারাতি তাঁকে নায়ক করে দিয়েছিল। যশ দয়ালের শেষ ওভারে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে। গোটা আইপিএল জুড়ে ছিলেন দারুণ ছন্দে। সুযোগ করে নিয়েছিলেন জাতীয় দলেও।
সেই রিঙ্কু সিংহ (Rinku Singh) আইপিএলে কেকেআর (KKR) সতীর্থ অনেকের চেয়েই কম টাকা পান। তবে এ নিয়ে কোনও আক্ষেপ নেই উত্তর প্রদেশের তরুণের। বছরে এখন কেকেআর থেকে ৫৫ লক্ষ টাকা পান রিঙ্কু। তাতেই খুশি তিনি। কেন? ক্রিকেট খেলা শুরু করার সময় তিনি যে ভাবেননি যে, একদিন এত টাকা উপার্জন করবেন। তাই ৫৫ লক্ষ টাকাও তাঁর কাছে বিশাল অঙ্ক।
আইপিএল চ্যাম্পিয়ন হয়েই নিউ ইয়র্কে উড়ে যেতে হয়েছে রিঙ্কুকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য ভারতীয় দলে স্ট্যান্ড বাই হিসাবে রয়েছেন রিঙ্কু। ২০১৮ সাল থেকে কেকেআরে খেলছেন। সেবার নিলাম থেকে তাঁকে ৮০ লক্ষ টাকায় কিনেছিল কেকেআর। ২০২২ সালে ৫৫ লক্ষ টাকায় রাখা হয় রিঙ্কুকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন রিঙ্কু। যে কারণে বছরে ম্যাচ ফি ছাড়াও এক কোটি টাকা ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে পাবেন বাঁহাতি ব্যাটার।
কিন্তু কেকেআরে তাঁরই সতীর্থ মিচেল স্টার্ক সর্বকালীন রেকর্ড গড়েছেন। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল কেকেআর। সেখানে মাত্র ৫৫ লক্ষ টাকা পাওয়ার আক্ষেপ নেই? রিঙ্কু বলেছেন, '৫০-৫৫ লক্ষ টাকাও প্রচুর। আমি খেলা শুরু করার সময় ভাবিনি একদিন এত রোজগার করব। আমি ছোটবেলায় ৫-১০ টাকা পেলেই মনে হতো দারুণ। এখন সেখানে ৫৫ লক্ষ টাকা পাচ্ছি। প্রচুর টাকা। ঈশ্বর আমাকে যা দিয়েছে তাতে খুশি থাকা উচিত। আমার চিন্তাভাবনা এমনই। আমি কখনওই ভাবি না এত টাকা পাওয়া উচিত ছিল। আমার ৫৫ লক্ষ টাকা নিয়ে আমি খুব খুশি। যখন আমার এই রোজগারও ছিল না, তখন জানতাম টাকার কী মূল্য।'
আরও পড়ুন: শাহরুখের রাজি হওয়ার অপেক্ষা? কেকেআরের হয়ে সাফল্য পেলেই ছাড়তে হয় চাকরি?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)