Virat Kohli: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই কোহলির সামনে রোহিতদের বিশেষ তালিকায় সামিল হওয়ার সুযোগ
IPL 2024: চলতি আইপিএলে পাঁচ ম্য়াচে ইতিমধ্যেই ৩১৬ রান করে আপাতত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি।
মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির(Virat Kohli) জায়গা পাওয়া নিয়ে প্রবল জল্পনা-কল্পনা চলছিল। আইপিএলে (IPL 2024) কোহলির ফর্মের ওপরেই নাকি তাঁর জাতীয় দলে সুযোগ পাওয়া বা না পাওয়া নির্ভরশীল। কোহলির যা ফর্ম, তাতে তাঁকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার বোকামো হয়তো তাঁর অতি বড় সমালোচকও করবেন না। চলতি আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ইতিমধ্যেই শতরানও হাঁকিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজকের ম্যাচে কিন্তু কোহলি এক বিশেষ তালিকায় নাম লেখাতে পারেন।
কোহলি আইপিএলে ইতিমধ্যেই তিনশো রানের গণ্ডি পার করে ফেলেছেন। পাঁচ ম্যাচে ১৪৬.২৯ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ৩১৬ রান। ইতিমধ্যেই একটি শতরান ও দুইটি অর্ধশতরান করেছেন। বাকি আরসিবির (RCB) ব্যাটারদের ফর্ম নিয়ে যেখানে প্রশ্নচিহ্ন রয়েছে, সেখানে কোহলি কার্যত 'ওয়ান ম্যান আর্মি'র মতো দলকে টানছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই তাঁর বর্ণময় কেরিয়ারে আরও এক পৃষ্ঠা যোগ করার সুযোগ রয়েছে কোহলির সামনে।
এই ম্যাচে চাকটি ছক্কা হাঁকালেই মাত্র চতুর্থ ব্যাটার হিসাবে আইপিএলের মঞ্চে ২৫০টি ছক্কা হাঁকানোর কৃতিত্ব গড়বেন তিনি। সামিল হবেন রোহিত শর্মা, ক্রিস গেল, এবি ডি ভিলিয়ার্সের তালিকায়। আইপিএলের মঞ্চে গেল ১৪২ ম্যাচে সর্বাধিক ৩৫৭টি ছয় হাঁকিয়েছেন। 'হিটম্যান' রোহিতের দখলে রয়েছে ২৪৭ ম্যাচে ২৬৪টি ছয় মারার কৃতিত্ব। কোহলির দীর্ঘদিনের সতীর্থ, এবিডি ১৮৪টি আইপিএল ম্য়াচে মেরেছেন ২৫১টি ছয়। কোহলি সেখানে ২৪২ ম্যাচে ২৪৬টি ছয় মেরেছেন। কোহলির পর তালিকায় পঞ্চম স্থানে আরেক প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। মাহি ২৫৫ ম্যাচে ২৪২টি ছয় মেরেছেন।
প্রসঙ্গত, আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কিন্তু কোহলির ব্যাটিং ফর্ম আরসিবির জন্য থুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আরও ভালভালে বললে কোহলি বনাম যশপ্রীত বুমরার দ্বৈরথই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। বুমরার বিরুদ্ধে কোহলি ৯২ বলে ১৪০ রান করেছেন। স্ট্রাইক রেট ১৫২.২। তবে কোহলিকে চারবার আউটও করেছেন বুমরা। তাই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল। শেষ হাসিটা কে হাসেন, এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আইপিএলের মাঝে কোটি কোটি টাকার ক্ষতি হার্দিক-ক্রুণালের, আর্থিক তছরুপির জন্য গ্রেফতার তাঁদের দাদা