এক্সপ্লোর
Advertisement
‘ও ক্রিকেটের ঈশ্বর, আমি কি কিছু অপরাধ করেছি?’, ট্যুইট ক্রিস লিনের
কলকাতা: আইপিএলের দশম মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত সূচনা করেছিলেন ক্রিস লিন। প্রথম ম্যাচেই ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে দলের সমর্থকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুরুটা ভালো করেও বেশিক্ষণ অবশ্য ক্রিজে থাকতে পারেননি। কিন্তু ফিল্ডিং করতে নেমে লিনের যা হল, তাতে উদ্বিগ্ন নাইট শিবির ও সমর্থকরা। ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন তিনি। লিনের চোট গুরুতর বলেই জানা গিয়েছে। এবারের আইপিএলে তাঁর আর খেলতে না পারার আশঙ্কাও দেখা দিয়েছে। তাঁর না খেলতে পারাটা যে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে, তা সম্ভবত বুঝতে পেরেছেন লিন। তিনি নিজেও হতাশ। গত দু বছরে তিনবার ওই কাঁধেই চোট পেলেন তিনি। ম্যাচের শেষে লিনের ট্যুইট, ‘ও ক্রিকেটের ঈশ্বর, আমি কি কিছু অপরাধ করেছি?’
ম্যাচের শেষে নাইট রাইডার্সের ফিজিও অ্যান্ড্রু লিপাস লিনের চোট পরীক্ষা করেন। গুজরাত লায়ন্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৯৩ রানের বিধ্বংসী অপরাজিত ইনিংস খেলেছিলেন লিন। ওই ম্যাচে ১০ উইকেটে জিতেছিল নাইট শিবির। গতকালের ম্যাচ হারার সঙ্গেই লিনের চোট নিয়ে আশঙ্কায় গৌতম গম্ভীর ব্রিগেড।Dear Cricket Gods, did I do something wrong?
— Chris Lynn (@lynny50) April 9, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement