Irfan Pathan : বাবা হলেন ইরফান পাঠান, নামও জানালেন জুনিয়রের
Irfan Pathan Becomes Father :বাবা হলেন ক্রিকেটার ইরফান পাঠান, নামকরণও করে ফেলেছেন একরত্তির।
নয়াদিল্লি : বাবা হলেন ক্রিকেটার ইরফান পাঠান ( Irfan Pathan ) । নিজেই ট্যুইট করে জানালেন সুসংবাদ। তিনি ও স্ত্রী সাফা অভিভাবক হলেন পুত্রসন্তানের। নামকরণও করে ফেলেছেন একরত্তির। সুলেমন খান (SULEIMAN KHAN)
Safa and me welcome our baby boy SULEIMAN KHAN. Both baby and mother are fine and healthy. #Blessings pic.twitter.com/yCVoqCAggW
— Irfan Pathan (@IrfanPathan) December 28, 2021
সোমবারই মহমেডান স্পোর্টিং নিজেদের ব্র্যান্ড অ্যাম্বসেডার হিসেবে ঘোষণা করেছে ইরফান পাঠানের নাম। ভারতীয় দলের প্রাক্তন ভরসাযোগ্য ক্রিকেটারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করার কথা সোশ্যাল মিডিয়ায় জানায় মহমেডান। ইরফানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার সিদ্ধান্তের পিছনে দেশের বিভিন্ন প্রান্তে ক্লাবের নাম ছড়িয়ে দেওয়াই উদ্দেশ্য, জানায় সংস্থা। ২০২০ সালে ক্রিজকে বিদায় জানান ইরফান পাঠান। রিটায়ারমেন্ট ঘোষণার বছর ৮ আগে দেশের হয়ে শেষ বার খেলেছিলেন তিনি। তার পর দীর্ঘদিন খারাপ ফর্ম ছিল তাঁর। তারপর ছিল চোট আঘাতও। দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরেই ছিলেন বরোদার এই ক্রিকেটার। তারপরই তাঁর অবসর নেওয়ার সিদ্ধান্ত। ১৯ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন জীবনের প্রথম টেস্ট। তাঁর বোলিং প্রতিভা দেদার সার্টিফিকেট কুড়িয়েছিল বিশ্বক্রিকেট মহলে। বোলিং-এর পাশাপাশি ব্যাট হাতে টিমকে ভরসা জুগিয়েছেন বহুবার। ঝুলিতে আছে শতরানও।
𝐋𝐚𝐝𝐢𝐞𝐬 𝐚𝐧𝐝 𝐆𝐞𝐧𝐭𝐥𝐞𝐦𝐞𝐧, 𝐁𝐨𝐲𝐬 𝐚𝐧𝐝 𝐆𝐢𝐫𝐥𝐬,
— Mohammedan SC (@MohammedanSC) December 27, 2021
It’s official. With immense pleasure and pride, BunkerHill Sports announces Irfan Pathan as the new 𝐁𝐫𝐚𝐧𝐝 𝐀𝐦𝐛𝐚𝐬𝐬𝐚𝐝𝐨𝐫 of Mohammedan Sporting Club Official.#IrfanPathan #JaanJaanMohammedan pic.twitter.com/aQaWKWDvZl