এক্সপ্লোর
একে অপরকে নকলের প্রতিযোগিতায় ইশান্ত-স্মিথ, হেসে ফেললেন বিরাটও

বেঙ্গালুরু: চলতি টেস্ট সিরিজে ব্যাট-বলের লড়াইয়ে ভারত যতই পিছিয়ে থাকুক না কেন, খেলা ছাড়া অন্য সব বিষয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে পাল্লা দিচ্ছে বিরাট কোহলির দল। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের মুখভঙ্গি নকল করলেন ভারতের পেসার ইশান্ত শর্মা। স্মিথও পাল্টা ইশান্তকে নকল করলেন। যা দেখে কঠিন পরিস্থিতিতেও হাসি চাপতে পারলেন না বিরাট।
অস্ট্রেলিয়ার ইনিংসের ২৭-তম ওভারে ইশান্তের একটি বল নিচু হয়ে যায়। সেই বলের হদিশ পাননি স্মিথ। এরপরেই তাঁকে নকল করেন ইশান্ত। পরের বলেই নাচের ভঙ্গিতে ইশান্তকে পাল্টা নকল করেন স্মিথ। যা দেখে প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা বিরাট হেসে ফেলেন। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















