ISL 2021: আইএসএলে বাংলার ২ প্রধান প্রথম ম্যাচে কাদের মুখোমুখি? কতটা শক্ত প্রতিপক্ষ?
ISL 2021: তার দু’দিন পরেই ২১ তারিখে এসসি ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হবে। এটিকে মোহনবাগান গতবারের রানার্স আপ হলেও ভাল পারফরম্যান্স হয়নি এসসি ইস্টবেঙ্গলের।
গোয়া: আর কিছুদিন পরেই শুরু হচ্ছে আইএসএল। ১৯ নভেম্বর উদ্বোধনী ম্যাচে এটিকে মোহনবাগান নেমে পড়বে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। তার দু’দিন পরেই ২১ তারিখে এসসি ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হবে। এটিকে মোহনবাগান গতবারের রানার্স আপ হলেও ভাল পারফরম্যান্স হয়নি এসসি ইস্টবেঙ্গলের। এবছর তাই ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে তারা। দুই ক্লাবের প্রথম প্রতিপক্ষ কেমন? কেমন করতে পারে তারা কলকাতার দুই দলের বিরুদ্ধে, তা দেখে নেওয়া যাক।
কেরালা ব্লাস্টার্স:
কেরালা ব্লাস্টার্স টুর্নামেন্টের ইতিহাসে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল। গতবারও লিগে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় দিয়েই শুরু করেছিল এটিকে মোহনবাগান। গোলমেশিন রয় কৃষ্ণার করা একমাত্র গোলে সেই ম্যাচ জয় পায় তারা। গতবার কেরালার কোচ ছিলেন কিবু ভিকুনা। এবার তাঁকে সরিয়ে কোচ করা হয়েছে সার্বিয়ান ইভান ভুকোমানোভিচকে। প্রচুর নতুন মুখও দেখা যাবে। এ-লিগ চ্যাম্পিয়ন মেলবোর্ন সিটি থেকে নিয়ে আসা হয়েছে মিডফিল্ডার উরুগুয়ের আদ্রিয়ান লুনাকে। লিওনেল মেসির দেশের ফরোয়ার্ড জর্জ পেরেইরা দিয়াজকে লোনে আনা হয়েছে ক্লাব আতলেতিকো প্লাতেন্সে থেকে।ডায়নামো জাগ্রেব থেকে নিয়ে আসা হয়েছে ক্রোয়েশিয়ান সেন্টার ব্যাক মার্কো লেসকোভিচকে। তিন বার ক্রোয়েশিয়ান লিগ চ্যাম্পিয়ন দলে ছিলেন তিনি। জাতীয় দলেও খেলেছেন। এই বিদেশিরা ছাড়াও ভারতীয় মিডফিল্ডার হরমনজ্যোৎ সিং খাবরা ও উঠতি ফুটবলার সঞ্জীব স্টালিনকেও নিজেদের শিবিরে নিয়ে এসেছে কেরালার দল।
সাম্প্রতিক পারফরম্যান্স: চলতি মরসুমে ডুরান্ডে খেলেছিল কেরালা। গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হয় তাঁদের। গত মাসে প্রস্তুতি ম্যাচে কেরালা ইউনাইটেডের কাছে হেরে যায়, তাদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৩-৩ ড্র হয়, জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ২-০ জেতে, এমএ ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে ৩-০ জয় পায় ও ওডিশা এফসি-কে ২-১ হারায়। ২০১৬ সালে শেষবার সেমিতে উঠেছিল কেরালা।
জামশেদপুর এফসি:
এসসি ইস্টবেঙ্গলের প্রথম প্রতিপক্ষ জামশেদপুর এফসি। গতবার মোট ৩ ম্যাচে জয় পেয়েছিল লাল হলুদ শিবির। তার মধ্যে একটি জয় এসেছিল জামশেদপুরের বিরুদ্ধে। নতুন কোচ হোসে মানুয়েল দিয়াজের তত্ত্বাবধানে তারই রিপিট টেলিকাস্ট করতে চাইবে এসসি ইস্টবেঙ্গল। ২০১৭ সালে টুর্নামেন্টে অভিষেকের পর থেকে সেরকম উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই জামশেদপুর এফসির। কেরালা ব্লাস্টার্স থেকে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জর্ডান মারে এ বার যোগ দিয়েছেন জামশেদপুরে। স্টিফেন এজের অনুপস্থিতি ভরাট করার জন্য চেন্নাইন এফসি থেকে নিয়ে আসা হয়েছে ৩৩ বছর বয়সি ব্রাজিলীয় সেন্টার ফরোয়ার্ড এলি সাবিয়াকে। এফসি গোয়া থেকে প্রতিভাবান ভারতীয় ফরোয়ার্ড ইশান পন্ডিতাকেও নিয়ে এসেছে জামশেদপুর। ফারুখ চৌধুরির চোট, তাই ইশানকেই এভার আক্রমণভাগে দেখা যাবে প্রথম থেকেই হয়ত।
সাম্প্রতিক পারফরম্যান্স: কেরালার মত জামশেদপুর এফসিও ডুরান্ডে অংশ নিয়েছিল এবার। কিন্তু তারাও মাত্র ১টি ম্যাচেই জয় পায়। প্রস্তুতি ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় পায় তারা। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে যদিও ড্র করে তারা।
আরও পড়ুন: নতুন কোচ, নতুন দল, নতুন লক্ষ্য, ২১ নভেম্বর আইএসএল শুরু লাল হলুদের