এক্সপ্লোর

ISL 2023-24: মুম্বই, গোয়ার পর কেরল, আইএসএলে প্রথমবার টানা তিন ম্যাচে হারল মোহনবাগান সুপার জায়ান্ট

Mohun Bagan Super Giant: মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে আইএসএল পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল কেরল ব্লাস্টার্স।

কলকাতা: মরশুমের শুরটা বেশ ভালই ছিল। তবে বছরের শেষবেলায় সম্পূর্ণ তাল কাটল। শুরুর সাত ম্যাচে অপরাজিত থাকলেও, আইএসএল (ISL) ইতিহাসে প্রথমবার টানা তিন ম্যাচ হেরে বছর শেষ করল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। গত দুই ম্যাচে মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার কাছে হারতে হয়েছিল সবুজ মেরুন শিবিরকে। এবার আইএসএলে প্রথমবার কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) কাছেও হারল কলকাতার দলটি। 

কেরলের জন্য ছবিটা কিন্তু সম্পূর্ণ উল্টো। মোহনবাগান যেখানে টানা তিন ম্যাচে হেরে এ বছরকে বিদায় জানাচ্ছে, সেখানে টানা তিন ম্যাচে জিতে নতুন বছরকে স্বাগত জানাতে চলেছে কেরল ব্লাস্টার্স। গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকসের একমাত্র গোলে জয় পায় কেরলের দলটি। এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট অর্জন করে লিগ টেবলের শীর্ষেও পৌঁছে গেল তারা। অন্যদিকে, মোহনবাগান নেমে গেল পাঁচ নম্বরে। দশ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। 

সবুজ মেরুন শিবিরের সাতজন ফুটবলার চোট পেয়ে এখনও দলের বাইরে। ফেব্রুয়ারিতে যখন তারা ফের আইএসএলের অভিযান শুরু করবে, তখন এঁদের মধ্যে থেকে ক’জনকে সুস্থ অবস্থায় পাওয়া যাবে সেটাই দেখার। তবে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে না পারলে এই মরশুমে তাদের সময় ভাল নাও যেতে পারে, এই নিয়ে কোনও সন্দেহ নেই। 

এ দিন চারটি পরিবর্তন করে ৩-৪-১-২ ছকে দল সাজায় মোহনবাগান। হুগো বুমৌস, কিয়ান নাসিরি, আশিস রাই, হেক্টর ইউস্তে দলে ফেরেন আর্মান্দো সাদিকু, ব্রেন্ডন হ্যামিল, গ্লেন মার্টিন্স ও মনবীর সিংহের জায়গায়। প্রথমার্ধে একেবারেই ছন্দে ছিল না তারা। বাঁ দিকের উইং ধরে ব্লাস্টার্সের ফরোয়ার্ডদের নাগাড়ে আক্রমণে চাপে পড়তে হয় মোহনবাগানকে। সে ভাবে বলার মতো প্রতিআক্রমণও গড়ে তুলতে পারেননি বুমৌসরা। 

ম্যাচের চতুর্থ মিনিটেই দিয়ামান্তাকসের শট বারে লাগে। আশিস রাই ঠিক মতো বুক দিয়ে বল রিসিভ করতে না পারায় বল পেয়ে যান দিয়ামান্তাকস। সে যাত্রায় মোহনবাগান রক্ষা পেলেও, বেশিক্ষণ ব্লাস্টার্সকে ঠেকিয়ে রাখতে পারেননি তারা। নবম মিনিটে গ্রিক ফরোয়ার্ডের গোলেই এগিয়ে যায় ব্লাস্টার্স। টাঙরি, হেক্টর ইউস্তে, ও আশিসকে পরাস্ত করে বক্সের বাঁ দিক থেকে কোণাকুনি শট নেন তিনি, যা গোলের ওপরের জালে জড়িয়ে যায়। 

ম্যাচের প্রথম ৪৫ মিনিটে মোহনবাগানের একটিও শট নিতে ব্যর্থ হয়। সেখানে ব্লাস্টার্সের ফুটবলাররা কিন্তু পাঁচটি শট নেন। প্রথমার্ধের শেষ দিকে সমানে পরপর আক্রমণ করেন। ৩৮ মিনিটে রাহুল কেপির শট লক্ষভ্রষ্ট হয়, ৩৯ মিনিটে বক্সের বাঁদিক থেকে কোয়ামে পেপরার কোণাকুনি শট বাঁচান বিশাল। পেপরার সঙ্গে ওই সময় শুভাশিস সমানে লেগে না থাকলে হয়তো দ্বিতীয় গোল পেয়ে যেত ব্লাস্টার্স। ৪২ মিনিটে ফের পেপরার কোণাকুনি শট ব্লক করেন ইউস্তে। এই আক্রমণগুলির প্রতিটিই হয় বাঁ দিক থেকে। টাঙরি ও আশিস বারবার তাঁদের আটকাতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে তাই টাঙরিকে বসিয়ে লালরিয়ানা নামতেকে নামানো হয়।  

দ্বিতীয়ার্ধের শুরু থেকে অবশ্য অন্য মোহনবাগানকে দেখা যায়। বিশেষ করে আক্রমণে। প্রথমার্ধে যেখানে কোনও শটই নিতে পারেনি হোম টিম, সেখানে দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটের মধ্যে চারটি শট নেয় তারা, যার মধ্যে একটি ছিল গোলে। ৪৬ মিনিটের মাথায় কিয়ানের বাঁ পায়ের কোণাকুনি দুর্বল শট ধরে নেন গোলকিপার শচীন সুরেশ। ৫১ মিনিটের মাথায় ফের বাঁ দিক দিয়ে বক্সে ঢোকার চেষ্টা করেন কিয়ান। কিন্তু জোরালো বাধা পেয়ে বলের নিয়ন্ত্রণ খোয়ান। ৫০ মিনিটের মাথায় পেট্রাটসের কর্নার থেকে নেওয়া শুভাশিসের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৩ মিনিটের মাথায় গোলের সামনে কামিংসের হেডও গোলের বাইরে চলে যায়। ৫৬ মিনিটে ফের বক্সের বাইরে থেকে নেওয়া পেট্রাটসের শট ব্লক হয়ে যায়। 

এতগুলো আক্রমণে ব্যর্থতার পরে ৬২ মিনিটে কামিংসকে তুলে নিয়ে আরমান্দো সাদিকুকে নামান মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। এর পরে সুমিত রাঠিকে তুলে নিয়ে মনবীর সিংহকে নামানো হয়। আক্রমণে আরও জোরালো হয়ে ওঠে সবুজ-মেরুন বাহিনী। ৭১ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষের বক্সের বাইরে থেকে জোরালো, দূরপাল্লার শট নেন পেত্রাতোস। তবে সেই শট বারের ওপর দিয়ে চলে যায়। 

আক্রমণে তরতাজা ভাব আনার জন্য ৮১ মিনিটের মাথায় কিয়ানকে তুলে সুহেল ভাটকে নামায় মোহনবাগান। এর পরেই ডানদিক থেকে আশিস রাইয়ের লম্বা ক্রস হেড করে গোলের চেষ্টা করেন সাদিকু, যা ফের লক্ষ্যভ্রষ্ট হয়। কেরালার দলের দুই বিদেশি ডিফেন্ডার মার্ক লেসকোভিচ ও মিলোস দ্রিনচিচই এ দিন প্রতিপক্ষের সামনে প্রায় দেওয়াল তুলে রেখেছিলেন। এঁদের তৈরি দেওয়াল ভেদ করে আর জালে বল জড়াতে পারেননি মোহনবাগানের কোনও ফুটবলারই। 

ব্লাস্টার্স অবশ্য এর মধ্যেও ব্যবধান বাড়ানোর চেষ্টা থামায়নি। দু'টি অনবদ্য সুযোগ পেয়ে যায় তারা। দু;'বারই মোহনবাগানকে বাঁচায় গোলকিপার বিশাল কাইথ। ৭৪ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেওয়া দিয়ামান্তাকসের মাটি ঘেঁষা জোরালো শট আটকে দেন বিশাল। স্টপেজ টাইমে মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ে উঠে ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে গোলে শট নেন রাহুল কেপি। এবারও তা আটকে দেন বিশাল। ৯৫ মিনিটের মাথায় গোলের সামনে থেকে নেওয়া দাইসুকে সাকাইয়ের গোলমুখী শটও আটকে দেন বিশাল। তিনি এতটা তৎপর না হলে আরও বড় ব্যবধানে হারতে হত মোহনবাগানকে।

(তথ্য: আইএসএল মিডিয়া)

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: ৩৮ এসেও শীর্ষে, জোড়া গোল করে ইত্তিহাদের বিরুদ্ধে আল নাসরকে জেতালেন রোনাল্ডো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

India vs South Africa Live: আজ জিতলেই সিরিজ ঝুলিতে সূর্যকুমারদের, আমদাবাদেও কি দূষণ ফ্যাক্টর?
আজ জিতলেই সিরিজ ঝুলিতে সূর্যকুমারদের, আমদাবাদেও কি দূষণ ফ্যাক্টর?
Lionel Messi: 'সত্যিই অসাধারণ!' জামনগরে গিয়ে বনতাড়া ভ্রমণের পর প্রশংসায় পঞ্চমুখ মেসি
'সত্যিই অসাধারণ!' জামনগরে গিয়ে বনতাড়া ভ্রমণের পর প্রশংসায় পঞ্চমুখ মেসি
India vs South Africa: লখনউয়ে কুয়াশার কারণে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাতিল হওয়ার পরেই বিস্ফোরক পোস্ট শশী তারুরের
লখনউয়ে কুয়াশার কারণে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাতিল হওয়ার পরেই বিস্ফোরক পোস্ট শশী তারুরের
IPL 2026 Auction Live: রেকর্ড ২৫.২০ কোটি মূল্যে কেকেআরে গ্রিন, নাইট শিবিরে পাথিরানা, মুস্তাফিজুর
রেকর্ড ২৫.২০ কোটি মূল্যে কেকেআরে গ্রিন, নাইট শিবিরে পাথিরানা, মুস্তাফিজুর

ভিডিও

Swargorom PLUS : ছাত্র নেতা খুনের প্রতিবাদের নামে বাংলাদেশে ফের অন্ধকার-রাজ ! Bangladesh News
Swargorom PLUS : অডিও বার্তায় মতুয়াদের নাগরিকত্বে নীরব, ফিরেই সরব প্রধানমন্ত্রী।ABP Ananda LIVE
Chok Bhanga 6ta : জঙ্গল না স্বর্গোদ্যান, ভোটমুখি পশ্চিমবঙ্গে তরজায় জড়াল বিজেপি-তৃণমূল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.১২.২০২৫) পর্ব ২: SIR-নিয়ে মতুয়া-ক্ষোভের আবহেই রানাঘাটে প্রধানমন্ত্রী, তৃণমূলকে হুঙ্কার হুমায়ুনের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.১২.২০২৫) পর্ব ১: হাসিনা-বিরোধী ছাত্রনেতার খুনের জেরে জ্বলছে বাংলাদেশ, রেহাই পেল না রবীন্দ্রনাথের বই, ছেঁড়া হল লালন-নজরুলের ছবি

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs South Africa Live: আজ জিতলেই সিরিজ ঝুলিতে সূর্যকুমারদের, আমদাবাদেও কি দূষণ ফ্যাক্টর?
আজ জিতলেই সিরিজ ঝুলিতে সূর্যকুমারদের, আমদাবাদেও কি দূষণ ফ্যাক্টর?
Lionel Messi: 'সত্যিই অসাধারণ!' জামনগরে গিয়ে বনতাড়া ভ্রমণের পর প্রশংসায় পঞ্চমুখ মেসি
'সত্যিই অসাধারণ!' জামনগরে গিয়ে বনতাড়া ভ্রমণের পর প্রশংসায় পঞ্চমুখ মেসি
India vs South Africa: লখনউয়ে কুয়াশার কারণে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাতিল হওয়ার পরেই বিস্ফোরক পোস্ট শশী তারুরের
লখনউয়ে কুয়াশার কারণে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাতিল হওয়ার পরেই বিস্ফোরক পোস্ট শশী তারুরের
IPL 2026 Auction Live: রেকর্ড ২৫.২০ কোটি মূল্যে কেকেআরে গ্রিন, নাইট শিবিরে পাথিরানা, মুস্তাফিজুর
রেকর্ড ২৫.২০ কোটি মূল্যে কেকেআরে গ্রিন, নাইট শিবিরে পাথিরানা, মুস্তাফিজুর
IPL Auction 2026: গ্রিনের পর ফের বিরাট দর, এবার ইতিহাস গড়ে পাথিরানাকে দলে নিল কেকেআর
গ্রিনের পর ফের বিরাট দর, এবার ইতিহাস গড়ে পাথিরানাকে দলে নিল কেকেআর
Messi In Kolkata: গাড়ি থেকে নামতেই পারলেন না শাহরুখ, নীরবে বেরিয়ে গেলেন সৌরভ, মেসি-শোয়ে তাণ্ডব
গাড়ি থেকে নামতেই পারলেন না শাহরুখ, নীরবে বেরিয়ে গেলেন সৌরভ, মেসি-শোয়ে তাণ্ডব
Messi In Kolkata: মাঠ লণ্ডভণ্ড, কাঠগড়ায় পুলিশ-প্রশাসন, উদ্যোক্তাকে গ্রেফতারের দাবি, মেসি-শোয়ে কলঙ্কিত কলকাতা
মাঠ লণ্ডভণ্ড, কাঠগড়ায় পুলিশ-প্রশাসন, উদ্যোক্তাকে গ্রেফতারের দাবি, মেসি-শোয়ে কলঙ্কিত কলকাতা
Lionel Messi LIVE: রাজ্যপাল আসতেই নিভল আলো, যুবভারতীতে পৌঁছেও মাঠে ঢুকতেই পারলেন না সিভি আনন্দ বোস
রাজ্যপাল আসতেই নিভল আলো, যুবভারতীতে পৌঁছেও মাঠে ঢুকতেই পারলেন না সিভি আনন্দ বোস
Embed widget