এক্সপ্লোর

ATK MB vs Bengaluru FC: মাঠে কেউ কারও বন্ধু নয়, ফাইনালের আগে টগবগ করছেন সবুজ-মেরুন শিবিরের অধিনায়ক

Pritam Kotal: ফাইনালে নামার আগে ১২টি ম্যাচে গোল খায়নি এটিকে মোহনবাগান।

গোয়া: শনিবার নিজের চতুর্থ আইএসএল (ISL) ফাইনাল খেলতে নামছেন তিনি। তবে এটিকে মোহনবাগানের জার্সিতে এটা দ্বিতীয় ফাইনাল। এর আগের তিনটির মধ্যে দুটিতেই হাসিমুখে মাঠ ছেড়েছেন। কিন্তু ঐতিহ্যবাহী সবুজ-মেরুন জার্সি পরে ট্রফি হাতে তোলা হয়নি প্রীতম কোটালের (Pritam Kotal)। শনিবার সেই সুযোগ আরও একবার এসেছে তাঁর সামনে। এবার আর তা হাতছাড়া করতে চান না এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan) অধিনায়ক।

শনিবার সন্ধ্যায় ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলতি আইএসএলের ফাইনালে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। খেতাবি লড়াইয়ে নামার আগে আইএসএলের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে উত্তরপাড়ার ফুটবলার বলেছেন, 'এর আগে তিনটে আইএসএল ফাইনালে খেলে দুটোতে জিতেছি। এটা চার নম্বর ফাইনাল। তিন নম্বর আইএসএল ট্রফিটা ঘরে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করব।'

আইএসএলে ১৪২টি ম্যাচ খেলা সবুজ-মেরুন অধিনায়কের মতে, তাঁদের দলের যা শক্তি, সেই অনুযায়ী খেলতে পারলে এ বার তাঁদেরই চ্যাম্পিয়ন হওয়া উচিত। প্রীতম বলেছেন, 'ফাইনাল ম্যাচটা আমাদের ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুটো ভাল দল ফাইনালে উঠেছে। ভাল খেলা হবে। আমাদের একশো শতাংশ চেষ্টা থাকবে যাতে ট্রফি নিয়ে আমরা কলকাতায় ফিরতে পারি। ফাইনালে তো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামব। আমাদের দলের যে শক্তি আছে, সেই অনুযায়ী যদি আমরা খেলতে পারি এবং দল হিসেবে খেলতে পারি, তা হলে আশা করি, ভাল ফল করেই মাঠ ছাড়তে পারব।' 

২০২০-২১ মরসুমে আইএসএল ফাইনালে ৯০ মিনিট পর্যন্ত ১-১ থাকার পরে ইনজুরি টাইমে বিপিন সিংহের দেওয়া গোলে এটিকে মোহনবাগানকে হারিয়ে খেতাব জিতে নেয় মুম্বই সিটি এফসি। এ বার আর সেই ভুল করবেন না, এমন সংকল্প নিয়েই মাঠে নামবেন প্রীতমরা।

এ বার তাঁদের রক্ষণ অনেক শক্তিশালী এবং গোছানো। ফাইনালে নামার আগে ১২টি ম্যাচে গোল খায়নি এটিকে মোহনবাগান। এ জন্য গোল্ডেন গ্লাভসজয়ী গোলকিপার বিশাল কায়েথের যেমন কৃতিত্ব রয়েছে, তেমনই তাঁর সতীর্থ ডিফেন্ডারদের অবদানও কম নয়। রক্ষণের অন্যতম প্রধান ভরসা প্রীতম নিজেদের রক্ষণ নিয়ে বললেন, 'যেভাবে আমাদের রক্ষণকে এখন গুছিয়ে নিতে পারছি আমরা, তাতে আশা করি, ফাইনালেও ক্লিন শিট রাখতে পারব। এ জন্য বিশালেরও কৃতিত্ব রয়েছে। যে ভাবে আমাদের পিছনে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কমিউনিকেট করে ও, তার প্রশংসা করতেই হবে। এই ম্যাচে ও গোল না খেলে একটা নজির তৈরি করবে। ও যাতে এই গৌরব অর্জন করতে পারে, ডিফেন্ডার হিসেবে সেই চেষ্টা তো অবশ্যই থাকবে।'     

প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি টানা এগারোটি ম্যাচ জিতে ফাইনালে নামছে। একসময় তারা লিগ টেবলের দশ নম্বরে ছিল। সেখান থেকে উঠে এসে ফাইনাল খেলছে তারা। সুনীল ছেত্রীর দলের প্রশংসা করেছেন প্রীতম। তবে নিজেদের ‘টিমগেম’ নিয়েও গর্বিত তিনি। বলেছেন, 'বেঙ্গালুরুর কাউন্টার অ্যাটাক খুব ভাল। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা দুটো উইং দিয়ে যে গতিতে উঠি, সেটা আমাদের বজায় রাখতে হবে। পাসিং ফুটবল খেলে জায়গায় তৈরি করে আমরা যে আক্রমণে উঠি, সেটা আমাদের প্লাস পয়েন্ট। আক্রমণে লিস্টন, মনবীর, আশিকদের নেতৃত্ব দেয় দিমি। রক্ষণও আমাদের যথেষ্ট ভাল। এই টিমগেমই আমরা গত কয়েকটা ম্যাচে খেলে আসছি এবং এটাই আমাদের সফল হতে সাহায্য করে। সবাই একসঙ্গে লড়ব। জিতলে একসঙ্গে জিতব, হারলেও একসঙ্গেই হারব।'

বেঙ্গালুরু শিবিরে একাধিক ফুটবলার রয়েছেন, যাঁরা গত মরসুম পর্যন্ত প্রীতমদের সতীর্থ ছিলেন। রয় কৃষ্ণা, সন্দেশ ঝিংগন, প্রবীর দাসদের পাশাপাশি হাভিয়ে হার্নান্ডেজ, জয়েশ রানেও একসময়ে প্রীতমের সতীর্থ ছিলেন। সেই প্রাক্তন সতীর্থরাই এ বার ফাইনালে প্রতিপক্ষ শিবিরে থাকছেন। প্রীতম বলছেন, 'ফুটবলাররা তো দলবদল করেই। প্রবীররা আমাদের ভাল বন্ধু আগেও ছিল এখনও আছে। কিন্তু মাঠে যখন খেলা শুরু হয়ে যাবে, তখন কেউ কারও বন্ধু না। ওরাও চাইবে ওদের দলের জন্য সেরাটা দিতে, আমরাও তা-ই চাইব। খেলা শেষ হয়ে গেলে মাঠের বাইরে সবাই আমার বন্ধু।'

আরও পড়ুন: দলে ফিরবেন রোহিত, দ্বিতীয় ওয়ান ডেতে কি সিরিজ জিততে পারবে ভারত?

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Lakshmir Bhandar: আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? বরাদ্দ বাড়িয়ে ২০০০ করতে মমতাকে চিঠি দিলেন BJP সাংসদ
আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? বরাদ্দ বাড়িয়ে ২০০০ করতে মমতাকে চিঠি দিলেন BJP সাংসদ
RG Kar Case: সঞ্জয় রায়ের ফাঁসি চায় কিনা, স্পষ্ট জানাক সিপিএম : কুণাল ঘোষ
সঞ্জয় রায়ের ফাঁসি চায় কিনা, স্পষ্ট জানাক সিপিএম : কুণাল ঘোষ
Gautam Adani Indictment: সরকারি প্রকল্পের বরাত পেতে ২০২৯ কোটি ঘুষ? ভারতের পাঁচ রাজ্যের নাম উঠে এল
সরকারি প্রকল্পের বরাত পেতে ২০২৯ কোটি ঘুষ? ভারতের পাঁচ রাজ্যের নাম উঠে এল
Rahul Gandhi on Adani: 'আদানিকে গ্রেফতার করতে পারবেন না মোদি, তাতে নিজের নামও বেরিয়ে আসবে', ফের সুর চড়ালেন রাহুল
'আদানিকে গ্রেফতার করতে পারবেন না মোদি, তাতে নিজের নামও বেরিয়ে আসবে', ফের সুর চড়ালেন রাহুল
Advertisement
ABP Premium

ভিডিও

Amit Malviya: মার্কিন শিল্পপতি জর্জ সোরোসের সঙ্গে কংগ্রেসের যোগসাজশের অভিযোগে সরব অমিত মালব্য | ABP Ananda LIVERG Kar News: দ্রুত বিচারের দাবিতে উল্টোডাঙা থেকে সিপিএমের সিজিও অভিযান | ABP Ananda LIVEKalyani News: কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে অশান্তি, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি | ABP Ananda LIVERG Kar News: 'বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই', হাইকোর্টে জানাল কেন্দ্রীয় সরকার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Lakshmir Bhandar: আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? বরাদ্দ বাড়িয়ে ২০০০ করতে মমতাকে চিঠি দিলেন BJP সাংসদ
আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? বরাদ্দ বাড়িয়ে ২০০০ করতে মমতাকে চিঠি দিলেন BJP সাংসদ
RG Kar Case: সঞ্জয় রায়ের ফাঁসি চায় কিনা, স্পষ্ট জানাক সিপিএম : কুণাল ঘোষ
সঞ্জয় রায়ের ফাঁসি চায় কিনা, স্পষ্ট জানাক সিপিএম : কুণাল ঘোষ
Gautam Adani Indictment: সরকারি প্রকল্পের বরাত পেতে ২০২৯ কোটি ঘুষ? ভারতের পাঁচ রাজ্যের নাম উঠে এল
সরকারি প্রকল্পের বরাত পেতে ২০২৯ কোটি ঘুষ? ভারতের পাঁচ রাজ্যের নাম উঠে এল
Rahul Gandhi on Adani: 'আদানিকে গ্রেফতার করতে পারবেন না মোদি, তাতে নিজের নামও বেরিয়ে আসবে', ফের সুর চড়ালেন রাহুল
'আদানিকে গ্রেফতার করতে পারবেন না মোদি, তাতে নিজের নামও বেরিয়ে আসবে', ফের সুর চড়ালেন রাহুল
RG Kar Case: 'RG করকাণ্ডে প্রাক্তন CP বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই..', হাইকোর্টে জানাল কেন্দ্রীয় সরকার
'RG করকাণ্ডে প্রাক্তন CP বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই..', হাইকোর্টে জানাল কেন্দ্রীয় সরকার
Air Pollution: দূষণ দাপটে কাতর দিল্লি, দূষণ উদ্বেগজনক কলকাতাতেও, কী বলছেন শিশুরোগ বিশেষজ্ঞ ?
দূষণ দাপটে কাতর দিল্লি, দূষণ উদ্বেগজনক কলকাতাতেও, কী বলছেন শিশুরোগ বিশেষজ্ঞ ?
Gold Price: সোনার গয়না গড়াতে খরচ কি বাড়ল ? আজ রাজ্যে কত দর চলছে ?
সোনার গয়না গড়াতে খরচ কি বাড়ল ? আজ রাজ্যে কত দর চলছে ?
West Bengal News Live : আর জি কর কাণ্ডে তদন্তে গতি আনার দাবি জানিয়ে ফের পথে সিপিএম
আর জি কর কাণ্ডে তদন্তে গতি আনার দাবি জানিয়ে ফের পথে সিপিএম
Embed widget