Smith On Pujara: পূজারার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করবেন, কী বলছেন স্মিথ?
Steve Smith Update: ইংল্যান্ডে পৌঁছেছেন অজি তারকা। সেখানে প্রথমবার কাউন্টি ক্রিকেট খেলতে নামবেন তিনি। সাসেক্সের হয়ে তিনটি ম্যাচ খেলবেন তিনি।
লন্ডন: জুনের ৭ তারিখ থেকে শুরু হতে চলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচেই আমনে সামনে হবেন স্টিভ স্মিথ ও চেতেশ্বর পূজারা। ২ দলের ২ নির্ভযোগ্য মিডল অর্ডার ব্যাটার। ২ অভিজ্ঞ তারকা ২২ গজের। ২ জনই টেস্ট স্পেশালিস্ট। তাই লড়াইটাও জমবে অবশ্যই। তবে তার আগে এবার একই দলের হয়ে খেলতে চলেছেন স্মিথ ও পূজারা। ইংল্যান্ডে পৌঁছেছেন অজি তারকা। সেখানে প্রথমবার কাউন্টি ক্রিকেট খেলতে নামবেন তিনি। সাসেক্সের হয়ে তিনটি ম্যাচ খেলবেন তিনি। তার আগে কী বললেন স্মিথ?
পূজারার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করবেন স্মিথ
সম্মুখ সমরে নামার আগে চেতেশ্বর পূজারার সঙ্গে সাসেক্সের ড্রেসিংরুম ভাগ করা নিয়ে স্মিথ বলছেন, ''পূজারার বিরুদ্ধে অনেক ম্য়াচ খেলেছি আমি। খুব কাছ থেকে দেখেছি ওকে প্রচুর রান করতে। সামনের কিছু ম্যাচ আমরা একসঙ্গে খেলতে পারব। ড্রেসিংরুম ভাগ করতে পারব। আশা করি কয়েকটি ভাল পার্টনারশিপও গড়তে পারব আমরা।''
উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি সারতে চলতি আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন স্মিথ। অস্ট্রেলিয়ার মাটিতে অনুশীলনের পর এবার ইংল্য়ান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে এসেছেন অজি তারকা। অন্য়দিকে পূজারাও চলতি মরসুমে কাউন্টিতে সাসেক্সের হয়ে ইতমধ্যেই দুটো সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন।
গ্লুসচেস্টারশায়ারের বিরুদ্ধে খেলতে নেমে এদিন ম্যাচের তৃতীয় দিন ২৩৮ বলে ১৫১ রানের ইনিংস খেলেন তিনি। ২০টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। উল্লেখ্য, আজকের ইনিংসটি নিয়ে সাসেক্সের হয়ে মোট সাতটি শতরান করলেন পূজারা। সাসেক্সের হয়ে ১২টি ম্যাচ খেলে সপ্তম শতরান হাঁকালেন পূজারা। ১৯১ বলে সেঞ্চুরি পূরণ করেছিলেন ডানহাতি এই ব্যাটার। সেঞ্চুরি করার মুহূর্তে ১৩ টি চার এবং একটি ছক্কায় সাজানো ছিল পূজারার ইনিংস।
কিছুদিন পরেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগামী ৭ জুন থেকে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার দল। সেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য পূজারা। তিন নম্বর পজিশনে তাঁর ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে দ্রাবিড় বাহিনী।
এদিকে দীর্ঘ ১৭ মাস পরে জাতীয় ফিরেছেন অজিঙ্ক রাহানে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য তাঁকে ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাল পারফরম্যান্স ও এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের জন্যই ফের শিকে ছিড়ল অজিঙ্কর।
আরও পড়ুন: চাকরিতে উন্নতির সম্ভাবনা কাদের ? কেমন যাবে আজকের দিন ?