এক্সপ্লোর
‘শীঘ্রই ফিরব’, রিহ্যাবের ফাঁকে টুইট বুমরাহর, উচ্ছ্বসিত ভক্তরা
সূত্রের খবর, আগামী বছর নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারত আর সেই সফরে দেখা যেতে পারে বুমরাহকে।

বেঙ্গালুরু: পিঠের চোটের জন্য তিনি মাঠের বাইরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে খেলতে পারেননি। সদ্য ইংল্যান্ড থেকে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ফিরেছেন। আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে যশপ্রীত বুমরাহর। তাঁর একটি টুইট নিয়ে অবশ্য উচ্ছ্বসিত ভক্তরা। নিজের একটি ছবি টুইট করে বুমরাহ লিখেছেন, ‘শীঘ্রই ফিরছি’। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তাও ভেসে গিয়েছেন ডানহাতি পেসার। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত সিরিজে শেষ বার খেলতে দেখা গিয়েছে বুমরাহকে। পিঠের চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে যান তিনি। সেই বুমরাহই মাঠে ফেরার জন্য নিজের ফিটনেস নিয়ে ঘাম ঝরাতে শুরু করে দিয়েছেন।
তাঁর ছবিটির থেকেও ক্যাপশনটাই ভক্তদের নজর কেড়ে নিয়েছে। বুমরাহর ফিরে আসা নিয়ে শুরু হয়েছে প্রবল চর্চা। সূত্রের খবর, আগামী বছর নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারত। সেই সফরে দেখা যেতে পারে বুমরাহকে।Coming soon! 💪🏼 pic.twitter.com/Nhrsusny1L
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) October 29, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















