এক্সপ্লোর
Advertisement
ফ্লপ কোচ বলায় শাহরিয়রকে পাল্টা তোপ মিঁয়াদাদের
করাচি: তাঁকে কোচ হিসেবে ব্যর্থ বলায় পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খানকে পাল্টা আক্রমণ করলেন জাভেদ মিঁয়াদাদ। তাঁর দাবি, শাহরিয়র মিথ্যাবাদী। তিনি ক্রিকেট খেলার বিষয়ে কিছুই বোঝেন না।
বৃহস্পতিবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্ট্যান্ডিং কমিটির বৈঠকের ফাঁকে শাহরিয়র বলেন, মিঁয়াদাদ অসাধারণ ব্যাটসম্যান ছিলেন। তবে তিনি পাকিস্তানের প্রধান কোচ হিসেবে ব্যর্থ হয়েছেন। এই মন্তব্যের পরেই পিসিবি চেয়ারম্যানকে তোপ দেগেছেন মিঁয়াদাদ। তিনি বলেছেন, ‘কেউ যদি আমার পারফরম্যান্সের বিষয়ে খোঁজ নিতে চান, তাহলে মুস্তাক আহমেদ, মইন খান, ইনজামাম, ওয়াসিম আক্রমকে জিজ্ঞাসা করুন। আমি শাহরিয়রকে বলেছিলাম, পাকিস্তানের ক্রিকেটাররা ম্যাচ গড়াপেটায় জড়িত। কিন্তু তিনি আমার কথায় গুরুত্ব দেননি।’
পিসিবি প্রধানের বিরুদ্ধে এই কথা লড়াইয়ে মিঁয়াদাদের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের অপর এক প্রাক্তন ক্রিকেটার আমির সোহেল। তাঁর দাবি, শাহরিয়রের নিজের পারফরম্যান্সই ভাল না। তাই মিঁয়াদাদের দিকে আঙুল তোলার কোনও অধিকার তাঁর নেই। শাহরিয়র ও তাঁর ঘনিষ্ঠরা পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছেন। যদি প্রাক্তন ক্রিকেটাররা একজোট হয়ে একটি সংগঠন তৈরি করতে পারেন, তাহলে পিসিবি আর প্রাক্তন ক্রিকেটারদের প্রতি অন্যায় করতে পারবে না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement