এক্সপ্লোর
Advertisement
‘ঘরের ছেলে’ ধোনির ফেয়ারওয়েল ম্যাচ হোক রাঁচিতে, বিসিসিআইকে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী
হেমন্ত ও ধোনি নাকি পরস্পরের ভাল বন্ধু। তাই ধোনির ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণার পরই ট্যুইট করেন তিনি।
রাঁচি: ঘরের ছেলেকে আর দেশের হয়ে ২২ গজে ব্যাটসম্যান বা উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাবে না, এই আক্ষেপ প্রকাশ করে রাঁচিতে মহেন্দ্র সিংহ ধোনির ফেয়ারওয়েল ম্য়াচের আয়োজন করতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আবেদন করলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলনায়কের আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটি নেওয়ার ঘোষণার পরই তিনি ট্যুইট করেন। হেমন্ত লিখেছেন, ঝাড়খন্ডের ছেলে ধোনিকে আর কখনও নীল জার্সিতে দেখা যাবে না, কিন্তু আমাদের দেশবাসীর মন ভরেনি এখনও। ধোনির বিদায় সংবর্ধনার ম্যাচটা অবশ্যই রাঁচিতে হওয়া উচিত যা গোটা বিশ্ব দেখতে পারবে।
हम सबके चहेते झारखण्ड का लाल माही को नीली जर्सी पहने अब नहीं देख पायेंगे। लेकिन देशवासियों का दिल अभी भरा नहीं। मैं मानता हूँ। हमारे माही का एक फ़ेयरवेल मैच रांची में हो जिसका गवाह पूरा विश्व बने। @BCCI से अपील करना चाहूँगा। माही का फेयरवेल मैच कराया जाये। मेजबानी झारखण्ड करेगा।
— Office of Chief Minister, Jharkhand (@JharkhandCMO) August 15, 2020
ধোনির সিদ্ধান্ত ঘোষণার খবরে রাঁচির মানুষজন মুষড়ে পড়েছেন বলে খবর। প্রসঙ্গত, হেমন্ত ও ধোনি নাকি পরস্পরের ভাল বন্ধু। তাই ধোনির ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণার পরই ট্যুইট করেন তিনি। ৪ মিনিট সাত সেকেন্ডের ভিডিওতে ধোনি নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের বেশ কিছু ছবি শেয়ার করে জনপ্রিয় গান ম্য়ায় পল দো পল কা শায়ের হুঁ-রও উল্লেখ করেন।
২০০৪ থেকে শুরু করে টানা ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৯০টি টেস্ট খেলেছেন ধোনি। ৩৫০টি একদিনের ক্রিকেট ও ৯৮টি টি-২০ ক্রিকেট ম্য়াচে ভারতের নেতৃত্ব দিয়েছেন। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন আগেই, ছিলেন শুধু টি-২০, একদিনের ফর্ম্যাটে। এবার তিন ধরনের ফর্ম্য়াট থেকেই সরে গেলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement