এক্সপ্লোর
Advertisement
লকডাউনে ধানবাদের ৩৫০ পরিবারকে সাহায্যের সিদ্ধান্ত বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিমের
করোনাভাইরাসজনিত চলতি লকডাউন পর্বে তিনি রয়েছেন ধানবাদ জেলার ঝরিয়ায় নিজের বাড়িতে।
রাঁচি: ১৬ বছরের ক্রিকেট কেরিয়ারের বেশিরভাগ সময়টাই কেটেছে ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ডের বোলিং আক্রমণের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে। তিনি ঝাড়খণ্ডের স্পিনার শাহবাদ নাদিম। করোনাভাইরাসজনিত চলতি লকডাউন পর্বে তিনি রয়েছেন ধানবাদ জেলার ঝরিয়ায় নিজের বাড়িতে। লকডাউনে ঘরবন্দি লোকজন। এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাঁহাতি এই স্পিনার। স্থানীয় ৩৫০ পরিবারের দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এজন্য চাল, শাকসব্জি ও চিনির মতো সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন শাহবাজ। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত দেড়শ পরিবারের হাতে ওই সব সামগ্রী তুলে দেওয়া হয়েছে। ২০০ পরিবার এখনও বাকি রয়েছে।
গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয় শাহবাজের। রাঁচিতে ওই টেস্ট খেলেছিলেন তিনি। এখন জিনিসপত্র প্যাক করার কাজে ব্যস্ত তিনি। শাহবাজ বলেছেন, আমরা সরাসরি মানুষের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছি। সকালের দিকটা জিনিসপত্র প্যাক করার কাজে চলে যায়, যাতে যত বেশি সম্ভব মানুষের কাছে এগুলি পৌঁছে দেওয়া যায়।
আইপিএল নিয়ে এখনও সংশয় রয়েছে। ক্রিকেট বন্ধ থাকলেও সানরাইজার্স হায়দদরাবাদের এই স্পিনার বাড়িতেই জিমে ঘাম ঝরাচ্ছেন নিজেকে ফিট রাখতে।
শাহবাজ বলেছেন, এখন সবারই সুরক্ষা ও স্বাস্থ্যই অগ্রাধিকার। আজ না হোক কাল আইপিএল হবে। কিন্তু এখন মানুষের সুরক্ষাই সবচেয়ে বড় ব্যাপার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement