Jhulan Goswami: নতুন ভূমিকায় ঝুলন, বাংলার ক্রিকেটে পেলেন বড় দায়িত্ব
CAB News: ক্রিকেট খেলার পাশাপাশি ঝুলন এবার কাজ করবেন বাংলা দলের মহিলা ক্রিকেটারদের মেন্টর হিসাবেও।
কলকাতা: মহিলা ক্রিকেটের কিংবদন্তি তিনি। ওয়ান ডে ক্রিকেটে মহিলাদের মধ্যে বিশ্বের সর্বকালের সেরা পেসার। সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। সেই ঝুলন গোস্বামীকে (Jhulan Goswami) এবার দেখা যাবে অন্য ভূমিকায়।
ক্রিকেট খেলার পাশাপাশি তিনি এবার কাজ করবেন বাংলা দলের মহিলা ক্রিকেটারদের মেন্টর হিসাবেও।
বৃহস্পতিবার সিএবিতে (CAB) আলোচনায় বসেছিলেন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া (Abhishek Dalmiya), সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্মসচিব দেবব্রত দাস, ভাইস প্রেসিডেন্ট নরেশ ওঝা-সহ শীর্ষকর্তারা। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, ঝুলন আগামী মরসুমে শুধু বাংলার মহিলা দলে ক্রিকেটার হিসাবে খেলবেন তাই নয়, তিনি দলের মেন্টর হিসাবেও কাজ করবেন। তবে সেটা শুধু সিনিয়র বাংলা দল নয়, ঝুলন কাজ করবেন মহিলাদের সব বয়সভিত্তিক দলের মেন্টর হিসাবেই।
পাশাপাশি অনূর্ধ্ব ১৬ দলের কোচ হিসাবে অরিন্দম দাসের নাম ঘোষণা করা হয়েছে। প্রাক্তন ওপেনার বাংলার অনূর্ধ্ব ১৬ দলের হেড কোচ হিসাবে দায়িত্ব নিচ্ছেন। এর আগে বড়িশা স্পোর্টিং ক্লাবকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে অরিন্দমের। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেছেন, 'অরিন্দমের সহকারী কারা হবেন, তা পরে ঘোষণা করা হবে।'
অনূর্ধ্ব ২৫ দলের কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হচ্ছে বাংলার প্রাক্তন অধিনায়ক প্রণব রায়কে। তাঁর সহকারী হিসাবে কাজ করবেন পার্থসারথী ভট্টাচার্য। যিনি গত মরসুমে বাংলার সিনিয়র দলের নির্বাচক ছিলেন। অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্বে থাকবেন দেবাঙ্গ গাঁধী। তাঁর সহকারী হিসাবে কাজ করবেন সঞ্জীব সান্যাল। যিনি কালীঘাট ক্লাবের কোচ ছিলেন।
বাংলার সিনিয়র দলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে লক্ষ্মীরতন শুক্লর (Laxmi Ratan Shukla) হাতে। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া (Avishek Dalmiya) লক্ষ্মীকে দলের নতুন কোচ ঘোষণা করে বলেন, 'লক্ষ্মীরতন শুক্লকে সিনিয়র বাংলা দলের কোচের দায়িত্ব দিতে পেরে আমি খুব খুশি। সবদিক বিচার বিবেচনা করে ওকেই আমাদের এই পদের জন্য যোগ্য বলে মনে হয়েছে। বাংলা ক্রিকেটের প্রতি ওর দায়বদ্ধতার কথা আমরা সকলেই জানি এবং আমি আশাবাদী ওর অধীনে বাংলা নতুন উচ্চতায় পৌঁছবে।'
আরও পড়ুন: বার্মিংহামে কমনওয়েলথ গেমসের জৌলুস বাড়িয়ে হাজির থাকবেন সৌরভ