এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপে বিরাটকে আউট করতে চান জোফ্রা আর্চার
এখনও পর্যন্ত যে ব্যাটসম্যানদের বিরুদ্ধে বোলিং করেছেন, তাঁদের মধ্যে জাতীয় দলের সতীর্থ জোস বাটলারকে আউট করাই সবচেয়ে কঠিন বলে মনে করছেন আর্চার।
লন্ডন: এবারের বিশ্বকাপে ভারতের অধিনায়ক বিরাট কোহলির উইকেট নেওয়াই লক্ষ্য ইংল্যান্ডের তরুণ পেসার জোফ্রা আর্চারের। তিনি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি বিরাটকে আউট করতে চাই। আইপিএল-এ ওকে আউট করতে পারিনি। কারণ, ও সব ম্যাচেই লেগস্পিনারের বলে আউট হয়েছে। এবার বিরাটের উইকেট নিতে চাই। আমি এবি ডিভিলিয়ার্সকেও আউট করতে চেয়েছিলাম। কিন্তু ও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছে না। ক্রিস গেইলকেও আউট করতে চাই।’
এখনও পর্যন্ত যে ব্যাটসম্যানদের বিরুদ্ধে বোলিং করেছেন, তাঁদের মধ্যে জাতীয় দলের সতীর্থ জোস বাটলারকে আউট করাই সবচেয়ে কঠিন বলে মনে করছেন আর্চার। এ বিষয়ে তিনি বলেছেন, ‘নেটে আমি যাদের বোলিং করেছি, তাদের মধ্যে সেরা ব্যাটসম্যান জোস বাটলার। ও ৩৬০ ডিগ্রি ক্রিকেটার। ও বোলারের মাথার উপর দিয়েও মারতে পারে, আবার উইকেটরক্ষকের মাথার উপর দিয়েও মারতে পারে। ওর বিরুদ্ধে বল করার জন্য কোনও জায়গাই নিরাপদ নয়।’
আর্চার আরও বলেছেন, ‘আইপিএল-এ খেলার ফলে বিশ্বাকাপের সময় আমাদের অনেকেরই সুবিধা হবে। আইপিএল-এ আমরা একে অপরের বিরুদ্ধে দু’বার করে খেলেছি। প্রত্যেকের শক্তি, দুর্বলতা, ছুটে রান নেওয়ার ক্ষমতা এবং দলের ভিতরের খবর জানতে পেরেছি। আন্তর্জাতিক ক্রিকেট আইপিএল-এর মতোই কঠিন। শুধু ওভারের সংখ্যাই বদলায়।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement