World Cup 2023: বিশ্বকাপের পরই কি অবসর নিচ্ছেন বাটলার? কী বললেন ইংল্য়ান্ড অধিনায়ক?
Jos Buttler Update: ওয়ান ডে ফর্ম্য়াট থেকে সরে দাঁড়াতে পারেন এই উইকেট কিপার ব্যাটার। উল্লেখ্য, আজ ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নামবে বাটলারের ইংল্য়ান্ড শিবির।
গুয়াহাটি: ২০২২ সালে সীমিত ওভারের ফর্ম্যাটে নেতৃত্ব পাওয়ার পর দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন। আসন্ন ওয়ান ডে বিশ্বকাপেও তাঁর নেতৃত্বেই টুর্নামেন্টে খেলতে নামবে ইংল্যান্ড শিবির। তবে এই হয়ত শেষ ওয়ান ডে ফর্ম্য়াট থেকে এরপরই হয়ত অবসর নিতে চলেছেন বাটলার। এখনও চূড়ান্ত কিছু না বললেও আভাস দিয়ে রেখেছেন তেমনই। টি-টোয়েন্টি ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সময় দিতে চান, তাই ওয়ান ডে ফর্ম্য়াট থেকে সরে দাঁড়াতে পারেন এই উইকেট কিপার ব্যাটার। উল্লেখ্য, আজ ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নামবে বাটলারের ইংল্য়ান্ড শিবির।
এক সাক্ষাৎকারে বাটলার জানিয়েছেন, ''আমার এখন ৩৩ বছর বয়স। আরও হয়ত কিছুদিন আমি ইংল্য়ান্ডের হয়ে খেলব। আমি জানি আমি ৩৩ পেরিয়েছি, কিন্তু কখনওই মনে হয় না যে বয়স বেড়েছে আমার। দেশের হয়ে খেলা। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সত্যিই ভীষণ গর্বের আমার কাছে। তবে আমি বাস্তবটাও মেনে চলার চেষ্টা করি। আমি জানি খুব বেশিদিন হয়ত আমার কেরিয়ারের নেই। তবে এখনও জানি যে অনেকগুলো জায়গা আমাকে আরও পরিশ্রম করতে হবে। আমাকে আরও উন্নতি করতে হবে।'' এরপরই তিনি বলেন, ''আমি বিশ্বকাপের মধ্যে নিজের অবসর নিয়ে চিন্তাভাবনা করতে রাজি নই। তবে বয়স বাড়ছে। তাই সেরকম হলে টি-টোয়েন্টি ফর্ম্যাট ও ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেট নিয়ে ভাবব।''
বিশ্বকাপে প্রস্তুতি পর্বে আজ নিজেদের প্রথম ওয়ার্ম আপ (Warm Up Match) ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। ইংল্য়ান্ডের বিরুদ্ধে নামবে রোহিত বাহিনী। নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপের আসরে মূলপর্বের লড়াইয়ে নামার আগে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সামনে সুযোগ শেষ মুহূর্তের জন্য় নিজেদের ঝালিয়ে নেওয়ার। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়.ার বিরুদ্ধেও সিরিজ জিতে নিয়েছিল ভারত। ফলে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। এছাড়াও ইংল্য়ান্ডের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে ওয়ান ডে ফর্ম্য়াটে রেকর্ড যথেষ্ট ভাল ভারতের। এখনও পর্যন্ত মোট ৫১টি ম্য়াচ খেলে ৩৩টি ম্যাচ জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। শেষ পাঁচবারের সাক্ষাতে মােট ৩বার জয় পেয়েছে ভারত। ২ বার জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড।
View this post on Instagram