এক্সপ্লোর
Advertisement
দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের দলে ফিরলেন কেদার, শার্দুল, বাদ রাহুল
মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে ৬টি একদিনের ম্যাচের জন্য ১৭ জনের ভারতীয় দল ঘোষিত হল শনিবার। দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান কেদার যাদব ও পেসার শার্দুল ঠাকুর। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে পরপর দু’টি ম্যাচে অর্ধশতরান করার পরেও দলে জায়গা হল না ওপেনার লোকেশ রাহুলের। দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা বেশ কিছুদিন ধরেই সংক্ষিপ্ত ওভারের দলে সুযোগ পাচ্ছেন না। এবারও তাঁরা সুযোগ পাননি। তিন স্পিনার যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব ও অক্ষর পটেল দলে আছেন।
দল ঘোষণার পর প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই আমরা দু’জন নতুন ছেলে চাহল ও কুলদীপকে সুযোগ দিচ্ছি। অক্ষরকে টানা সুযোগ দিচ্ছি। এবারও সেভাবেই দল গঠন করা হয়েছে। বড় ম্যাচ খেলার ফলে নতুন ছেলেরা অনেক উন্নতি করেছে। আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি, নতুন ছেলেরা যখন ভাল খেলছে, তখন তাদের আরও সুযোগ দেওয়া উচিত। স্পিন বিভাগে রিজার্ভ বেঞ্চের শক্তি বাড়াতে চাই। আজ সবাই মানবে, আমাদের পাঁচ-ছয় জন ভালমানের স্পিনার আছে।’
The All India Senior Selection Committee met in Mumbai to select the Indian team for the 6-match ODI series against South Africa #TeamIndia pic.twitter.com/szbbC6l3MU
— BCCI (@BCCI) December 23, 2017
দক্ষিণ আফ্রিকা সফরে ওপেনার হিসেবে আছেন রোহিত শর্মা ও শিখর ধবন। অজিঙ্ক রাহানেকেও একদিনের ম্যাচে ওপেনার হিসেবেই গণ্য করা হচ্ছে। ফলে চতুর্থ ওপেনার হিসেবে রাহুলের সুযোগ মেলেনি। বাংলার পেসার মহম্মদ সামি সুযোগ পেয়েছেন।
ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধবন, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আয়ার, মণীশ পাণ্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহ, অক্ষর পটেল, শার্দুল ঠাকুর ও ভুবনেশ্বর কুমার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement