এক্সপ্লোর
Advertisement
বুমরাহকে দিয়ে আক্রমণের হুঁশিয়ারি রোহিতের, চাহালের জবাব, আগে তো বিরাট-এবিদের সামলাও
চলতি মরসুমে শক্তিশালী ব্যাটিং লাইন আপ-সমৃদ্ধ দল গড়েছে আরসিবি। মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের কাজটা যে সহজ হবে না, সেটাই বুঝিয়ে দিয়েছেন চাহাল।
মুম্বই: করোনার জেরে আইপিএল স্থগিত হয়ে গিয়েছে। তবে তাতে মাঠের বাইরের প্রতিদ্বন্দ্বিতা কমেনি। বরং মুম্বই ইন্ডিয়ান্সের দুই তারকা রোহিত শর্মা ও যশপ্রীত বুমরাহর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এক দফা বাগযুদ্ধেই জড়িয়ে পড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। যদিও পুরোটাই হল মজার ছলে।
ট্যুইটারে রোহিত ও বুমরার একটি কথোপথন পোস্ট করে মুম্বই ইন্ডিয়ান্স। সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিতকে বলতে শোনা যায় যে, চাহাল নিজের ব্যাটিং দক্ষতা নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী। করোনার জেরে আইপিএলের ভবিষ্যৎ অনিশ্চিত। তবে রোহিত ও বুমরাহ আলোচনা করেন, আরসিবি-র বিরুদ্ধে ম্যাচ হলে চাহালের কথা ভেবে বুমরাহর নির্দিষ্ট ৪ ওভারের মধ্যে এক ওভার বাঁচিয়ে রাখা হবে। যাতে ডেথ ওভারে চাহাল নামলে বিশ্বের অন্যতম সেরা পেসারকে দিয়ে আক্রমণ শানানো যায়।
যার জবাবে চাহাল ট্যুইট করেন, ‘আমাকে বল করার স্বপ্ন দেখতে থাকো। কারণ আমি তো ১০ বা ১১ নম্বরে নামব। তার আগে ফিঞ্চ (অ্যারন ফিঞ্চ), এবিডি স্যার (এ বি ডিভিলিয়ার্স) ও কিংগ কোহলি রয়েছে। আগে ওদের আউট করো। তারপর না হয় আমাকে নিয়ে ভাববে। স্টে সেফ। নিরাপদে থাকো।’
চলতি মরসুমে শক্তিশালী ব্যাটিং লাইন আপ-সমৃদ্ধ দল গড়েছে আরসিবি। মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের কাজটা যে সহজ হবে না, সেটাই বুঝিয়ে দিয়েছেন চাহাল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
মালদা
Advertisement