এক্সপ্লোর
Advertisement
ইউএস ওপেন চ্যাম্পিয়ন কেরবার
নিউ ইয়র্ক: ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে ইউএস ওপেনে মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন অ্যাঞ্জেলিক কেরবার। সেই সঙ্গে তিনি ডবলুটিএ র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্প্য়িন হয়েছিলেন কেরবার। এবার বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামও জিতলেন জার্মানির এই খেলোয়াড়।
দ্বিতীয় বাছাই কেরবারের প্রতিপক্ষ প্লিসকোভা এই প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন। তিনি সেমিফাইনালে হট ফেভারিট সেরিনা উইলিয়ামসকে হারিয়ে টেনিস দুনিয়াকে চমকে দেন। কিন্তু ফাইনালে সেই পারফরম্যান্স ধরে রাখতে পারলেন না দশম বাছাই প্লিসকোভা। প্রথম সেট ৬-৩ জেতেন কেরবার। দ্বিতীয় সেটে অবশ্য ফিরে আসেন প্লিসকোভা। তিনি এই সেট ৬-৪ জিতে নেন। কিন্তু তৃতীয় সেটে ৬-৪ জয় পান কেরবার।
চ্যাম্পিয়ন হওয়ার পর কেরবার বলেছেন, ‘একই বছরে দুটি গ্র্যান্ড স্ল্যাম জিততে পেরে খুব ভাল লাগছে। পাঁচ বছর আগে আমি ইউএস ওপেনের সেমিফাইনালে হেরে গিয়েছিলাম। এবার ট্রফি পেলাম। অবিশ্বাস্য মনে হচ্ছে। এক নম্বর হওয়া এবং গ্র্যান্ড স্ল্যাম জেতা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন সত্যি হওয়ায় খুব ভাল লাগছে।’
প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছেও ট্রফি হাতছাড়া হওয়ায় কিছুটা হতাশ প্লিসকোভা। তবে চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড় মেনে নিয়েছেন, তিনি সেরা খেলোয়াড়ের কাছেই হেরে গিয়েছেন। ফলে আফশোস করছেন না প্লিসকোভা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement