(Source: ECI/ABP News/ABP Majha)
Argentina vs Brazil Head-to-Head: জানেন ব্রাজ়িল-আর্জেন্তিনা মুখোমুখি সাক্ষাতে জয়-পরাজয়ের নিরিখে কারা এগিয়ে?
রাত পোহালেই কোপা আমেরিকার ফাইনাল। মুখোমুখি বিশ্ব ফুটবলের সেরা দুই শক্তি, ব্রাজ়িল ও আর্জন্তিনা। লাতিন আমেরিকার দুই ফুটবল শক্তির টক্কর ফুটবল বিশ্বে বরাবরের অন্যতম আকর্ষণীয় লড়াই।
রিও দে জেনেইরো: রাত পোহালেই কোপা আমেরিকার ফাইনাল। মুখোমুখি বিশ্ব ফুটবলের সেরা দুই শক্তি, ব্রাজ়িল ও আর্জন্তিনা। লাতিন আমেরিকার দুই ফুটবল শক্তির টক্কর ফুটবল বিশ্বে বরাবরের অন্যতম আকর্ষণীয় লড়াই।
ব্রাজ়িল ও আর্জেন্তিনা মুখোমুখি সাক্ষাতে জয়-পরাজয়ের নিরিখে কারা এগিয়ে জানেন?
ইউরোপে ফুটবল মানে যেখানে শক্তি আর গতির লড়াই, লাতিন আমেরিকার ফুটবল মানে সেখানে দক্ষতার ঝলকানি, ব্যক্তিগত মুন্সিয়ানা দেখিয়ে দর্শক হৃদয়ে ঝড় তোলা। পেলে, গ্যারিঞ্চা, সক্রেটিস, জিকোর ব্রাজিল হোক বা মারাদোনা, কেম্পেস, বাতিস্তুতার আর্জেন্তিনা, লাতিন ফুটবলের পতাকা বহন করে চলেছে একের পর এক প্রজন্ম।
ভারতীয় সময় রবিবার ভোরে যখন বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ব্রাজ়িল বনাম আর্জেন্তিনা মুখোমুখি নামবে, তখন পরিসংখ্যানের ব্যাপারটা মাথায় আসবে না, তা আবার হয় নাকি?
আর্জেন্তিনা কোপা আমেরিকা জিতেছে ১৪ বার। ব্রাজ়িল এই ট্রফি জিতেছে ৯ বার। আর্জেন্তিনা বিশ্বকাপ জিতেছে ২ বার। ব্রাজ়িল জিতেছে ৫ বার। ফুটবলের ইতিহাসে মোট ১১১ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। আর্জেন্তিনা জিতেছে ৪০ বার ও ব্রাজিল জিতেছে ৪৬ বার। ড্র হয়েছে ২৫ বার। অর্থাৎ, সামান্য হলেও এগিয়ে রয়েছে সেলেকাওরা।
যদিও গোলের নিরিখে ব্য়বধানটা আরও কম। মুখোমুখি সাক্ষাতে ১৬০টি গোল করেছে আর্জেন্তিনা। ব্রাজিল করেছে ১৬৩টি গোল। ২০১৯ সালে শেষবার এই দুই দক্ষিণ আমেরিকার মহাশক্তিধরের দেখা হয়েছিল। আর্জেন্তিনা ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। গোল এসেছিল লিওনেল মেসির পা থেকে। তার কয়েকদিন আগে কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচে ব্রাজ়িল জিতেছিল ২-০ গোলে।
ব্রাজ়িল-আর্জেন্তিনা লড়াই ফের একবার ঐতিহাসিক হতে চলেছে কোপা আমেরিকার মঞ্চে। ১০৭ বছরের পুরনো এই লড়াই। যেমন বিশ্ব ফুটবলে মেসি রোনাল্ডো দ্বৈরথ ঠিক তেমনই আর্জেন্তিনা ও ব্রাজিলের লড়াই অন্যতম একটি আকর্ষণের জায়গা। ভারতের ফুটবল অনরাগীরা এই দুই দলের লড়াই ঘিরে দ্বিধাবিভক্ত হয়ে যান। এই লড়াই শুরু হয়েছিল ১৯১৪ সালে ২০ সেপ্টেম্বর। আজও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা আকর্ষণ ব্রাজ়িল-আর্জেন্তিনা দ্বৈরথ।