এক্সপ্লোর
কুম্বলেকে স্বাগত জানানো ট্যুইট মুছে দিলেন বিরাট
নয়াদিল্লি: ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পর প্রকাশ্যেই অধিনায়ক বিরাট কোহলির দিকে আঙুল তুলেছেন অনিল কুম্বলে। এবার বিরাটও বুঝিয়ে দিলেন, সদ্য প্রাক্তন কোচের সঙ্গে তাঁর সম্পর্ক সত্যিই তিক্ত হয়ে গিয়েছে। সেই কারণেই কুম্বলে ভারতের প্রধান কোচ নির্বাচিত হওয়ার পর তাঁকে স্বাগত জানিয়ে যে ট্যুইট করেছিলেন, সেটা মুছে দিলেন বিরাট।
বিরাট ও কুম্বলের যুগলবন্দিতে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পর্যন্ত দারুণ সাফল্য পেয়েছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই তাঁদের মতবিরোধ প্রকাশ্যে এসে যায়। বিসিসিআই সূত্রে খবর, গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই ভারতের কোচ ও অধিনায়কের সম্পর্ক খারাপ হয়ে যায়। এরপর থেকে তাঁদের মধ্যে বাক্যালাপও হয়নি।
বিদায় নেওয়ার সময় পদত্যাগের সিদ্ধান্তের জন্য বিরাটকে দায়ী করেছেন কুম্বলে। কিন্তু এখনও পর্যন্ত এই বিতর্কে মুখ খোলেননি বিরাট। তবে তিনি নিঃশব্দে গত বছরের ২৩ জুন করা ট্যুইট ডিলিট করে বুঝিয়ে দিলেন, কুম্বলের প্রতি আর শ্রদ্ধা নেই।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement