এক্সপ্লোর
Advertisement
বিরাটই বিশ্বের সেরা ক্রিকেটার, বলছেন ঝুলন
নয়াদিল্লি: ভারতের পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিলেন মহিলা দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার ঝুলন গোস্বামী। বাংলার এই পেসার বলেছেন, ‘বিরাট বিস্ময়কর ক্রিকেটার। ও বিশ্বের সেরা ক্রিকেটার। ও যেভাবে খেলছে এবং সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে সেটা অসাধারণ। বিরাটের এভাবেই খেলে যাওয়া উচিত।’
বিরাটের পারফরম্যান্সের পাশাপাশি ফিটনেসেরও প্রশংসা করেছেন মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারী ঝুলন। তিনি বলেছেন, এখন মহিলা ক্রিকেটাররাও নিয়মিত জিমে যান। ক্রিকেট অনেক বদলে গিয়েছে। এখন ক্রিকেটারদের শক্তি দরকার হয়। সেই কারণে ফিটনেসের পাশাপাশি ডায়েটের দিকেও নজর দিতে হয় তাঁদের। প্রতিটি বিভাগেই যাতে অবদান রাখা যায়, সেই চেষ্টা করেন তাঁরা।
একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন ঝুলন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন জাতীয় দলের দুই সতীর্থ স্মৃতি মন্ধানা ও বেদা কৃষ্ণমূর্তি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে বিরাটরাই জিতবেন বলে আশাবাদী স্মৃতি। বেদা আবার লোকেশ রাহুলের প্রশংসা করেছেন। তাঁর আশা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলবেন রাহুল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement