এক্সপ্লোর
Advertisement
আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেই কোহলি, তিন নম্বরে পূজারা
দুবাই: অস্ট্রেলিয়ার মাটি থেকে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে ফেরার সুফল। বিরাট কোহলি থেকে গেলেন টেস্টে আইসিসির ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষেই। অস্ট্রেলিয়ায় দুরন্ত ছন্দে থাকা চেতেশ্বর পূজারাও তাঁর তিন নম্বর জায়গা ধরে রেখেছেন।
৯৯২ পয়েন্ট সহ ব্যাটসম্যানদের তালিকার এক নম্বরে রয়েছেন ভারতের জাতীয় দলের অধিনায়ক। দুই নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর সংগৃহীত পয়েন্ট ৮৯৭। ৮৮১ পয়েন্ট নিয়ে তিনে পূজারা। তবে কোহলি ও পূজারা ছাড়া ব্যাটসম্যানদের প্রথম দশের মধ্যে আর কোনও ভারতীয় নেই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলে শ্রীলঙ্কার কুশল পেরেরা র্যাঙ্কিংয়ে ৫৮ ধাপ উঠে এসেছেন। ১৫টি টেস্ট ম্যাচ খেলা কুশল ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন ৪০ নম্বরে। অবিচ্ছেদ্য দশম উইকেটে বিশ্ব ফার্নান্দোর সঙ্গে রেকর্ড ৭৮ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কাকে ম্যাচ জিতিয়েছিলেন বাঁহাতি কুশল।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডাকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা ২০০৬ সালে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। তার ১৩ বছর পর ফের বোলারদের র্যাঙ্কিংয়ের এক নম্বরে কোনও অস্ট্রেলীয়। ৭৯৪ পয়েন্ট সহ বোলারদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ভারতের রবীন্দ্র জাডেজা। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিন নম্বরে রয়েছেন জাডেজা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement