এক্সপ্লোর
Advertisement
অধিনায়কের বেতনের ৬০ শতাংশ পাওয়া উচিত কোচের, প্রস্তাব দিয়েছিলেন কুম্বলে
নয়াদিল্লি: ভারতের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার আগে চুক্তির কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছিলেন অনিল কুম্বলে। ১৯ পাতার সেই প্রস্তাবে বেশিরভাগ অংশজুড়েই রয়েছে কোচ ও ক্রিকেটারদের বেতনের বিষয়টি। বিসিসিআই-এর প্রশাসক কমিটিকে এই প্রস্তাব দিয়েছিলেন কুম্বলে। তাঁর প্রস্তাব অনুযায়ী, ভারতীয় দলের অধিনায়কের বেতনের ৬০ শতাংশ অর্থ পাওয়া উচিত কোচের। এছাড়া বাড়তি রোজগারের জন্য কোচেদের আইপিএল থেকে অর্থ উপার্জনের সুযোগ দেওয়া উচিত। ক্রিকেটারদের চুক্তির ২০ শতাংশ অর্থ ফিটনেসের অবস্থার পরিপ্রেক্ষিতে বদল হওয়া উচিত। লাল বল এবং সাদা বলের ক্রিকেটের জন্য আলাদা চুক্তির কথাও বলেছিলেন কুম্বলে।
গত ২১ মে আইপিএল ফাইনাল চলাকালীন এই প্রস্তাব জমা দেন কুম্বলে। পদত্যাগ করার পর পরিবর্তিত পরিস্থিতিতে বিসিসিআই তাঁর প্রস্তাব মেনে নেবে কি না, সেটা এখন স্পষ্ট নয়। তবে যদি এই প্রস্তাব কার্যকর হয়, তাহলে শুধু প্রধান কোচই নয়, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার ও ফিল্ডিং কোচ আর শ্রীধরেরও বেতন দ্বিগুণেরও বেশি বাড়বে। তবে আইপিএল থেকে কোচেদের বাড়তি অর্থ রোজগারের বিষয়টি নিয়ে বিসিসিআই কর্তাদের আপত্তি রয়েছে। তাঁরা মনে করছেন, সেক্ষেত্রে স্বার্থের সংঘাত হতে পারে। প্রশাসক কমিটি থেকে পদত্যাগ করা রামচন্দ্র গুহ একই মত প্রকাশ করেছিলেন। এক বিসিসিআই কর্তা বলেছেন, কুম্বলে আইপিএল নিয়ে যে প্রস্তাব দিয়েছেন, সেটা মেনে নেওয়ার সম্ভাবনা প্রায় নেই।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement