এক্সপ্লোর
Advertisement
ধোনি, দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় বসতে চান কুম্বলে
বেঙ্গালুরু: ভারতীয় দলের নবনির্বাচিত কোচ অনিল কুম্বলে এবার একদিনের ও টি-২০ দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং জুনিয়র দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় বসতে চাইছেন। তাঁদের সঙ্গে নিয়েই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের রূপরেখা তৈরি করতে চান কুম্বলে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ভারতীয় দল এখন বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির করছে। সেখানেই ভারতীয় ‘এ’ দলের বোলাররাও অনুশীলন করছেন। সেই দলের দুই স্পিনার জয়ন্ত যাদব ও শাহবাজ নাদিমের দিকে নজর রাখছেন কুম্বলে। ভবিষ্যতে যাতে তাঁরা ভারতীয় সিনিয়র দলের হয়ে ভাল পারফরম্যান্স করতে পারেন, সেটাই নিশ্চিত করতে চাইছেন কুম্বলে। সেটার জন্য তিনি এই দুই তরুণ স্পিনারকে প্রয়োজনীয় পরামর্শও দিচ্ছেন।
অনূর্ধ্ব-১৯, ‘এ’ এবং সিনিয়র দল যাতে একইভাবে পরিচালিত হয়, সেটার জন্যই দ্রাবিড়ের সঙ্গে কথা বলতে চান কুম্বলে। তিনি চাইছেন সিনিয়র দলের সাপ্লাই লাইন হয়ে উঠুক জুনিয়র দল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
জেলার
Advertisement