(Source: ECI/ABP News/ABP Majha)
La Liga News: মেসি-রোনাল্ডোরা নেই, তবু ভারতে বেড়েছে লা লিগার জনপ্রিয়তা
পাঁচ বছর আগে নয়াদিল্লিতে উদ্বোধন করা হয়েছিল লা লিগা (La Liga) অপারেশনাল বেসের৷ স্প্যানিশ লিগকে ভারতে আরও জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যেই এই সংস্থা তৈরি করেছিল লা লিগা কর্তৃপক্ষ৷
নয়াদিল্লি: দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেল।
পাঁচ বছর আগে নয়াদিল্লিতে উদ্বোধন করা হয়েছিল লা লিগা (La Liga) অপারেশনাল বেসের৷ স্প্যানিশ লিগকে ভারতে আরও জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যেই এই সংস্থা তৈরি করেছিল লা লিগা কর্তৃপক্ষ৷ আমেরিকা, দুবাই, দক্ষিণ আফ্রিকা, নাইজিরিয়া ও চিনের পর অপারেশন বেস খোলার জন্য ভারতকেই বেছে নিয়েছিলেন লা লিগার সভাপতি জাভিয়ার তেবাস৷ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ভারতে স্প্যানিশ লিগের জনপ্রিয়তার কথা তিনি শুনেছেন৷ সেই কথা মাথায় রেখেই এই সংস্থা ভারতে পথ চলা শুরু করল৷
লা লিগা আয়োজক সংস্থার তরফে ভারতের কোচেদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়৷ তাতে ভারতীয় ফুটবলেরও উন্নতি হচ্ছে বলে মত লা লিগা আয়োজকদের। সেই সঙ্গে লা লিগা এ দেশে আরও জনপ্রিয় হয়ে উঠেছে বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে৷ ভারতে লা লিগার বেশ কয়েকটি প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করা হবে বলে জানানো হয়েছে৷
আরও পড়ুন: বাংলার ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা খুলতে অভিনব উদ্যোগ
ভারতীয় দর্শকদের সুবিধার জন্য স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টে থেকে লা লিগার ম্যাচগুলি দেখানোর ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ৷ উদ্বোধনী অনুষ্ঠানে জাভিয়ার তেবাসের সঙ্গে উপস্থিত ছিলেন এআইএফএফ সচিব কুশল দাস ও কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাদালও৷
ভারত-যোগের পাঁচ বছর পূর্তিতে লা লিগা আয়োজকদের তরফে জানানো হয়েছে যে, টুর্নামেন্টের সোশ্যাল মিডিয়া দর্শক ২০০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অনেকে বলাবলি করছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লিওনেল মেসির মতো মহাতারকারা লা লিগা ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেও টুর্নামেন্টের জনপ্রিয়তায় তার রেশ পড়েনি। মেসি বার্সেলোনা ছেড়ে প্যারিস সঁ জরমঁ-তে এবং রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছেড়ে য়ুভেন্তাস হয়ে এখন রয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। পাশাপাশি লা লিগার বিভিন্ন ফুটবলের উন্নয়নমূলক কাজকর্মে ভারতের কুড়ি হাজারেরও বেশি মানুষ যুক্ত হয়েছেন।
আরও পড়ুন: নতুন কীর্তির সামনে রাহুল, এই নজির ভারতের কারও নেই