T20 World Cup: বিশ্বকাপের আগেই জিম্বাবোয়ে দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ক্লুজনার
T20 World Cup 2022: আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্লুজনারের সরে দাঁড়ানো নিঃসন্দেহে জিম্বাবোয়ে দলের কাছে চিন্তার খবর।
হারারে: সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তার ঠিক কিছুদিন আগেই চিন্তা বাড়ল জিম্বাবোয়ে ক্রিকেটে। দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন লান্স ক্লুজনার। জিম্বাবোয়ে ক্রিকেটের সঙ্গে মধ্যস্থতায় এসে শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন প্রাক্তন প্রোটিয়া তারকা। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্লুজনারের সরে দাঁড়ানো নিঃসন্দেহে জিম্বাবোয়ে দলের কাছে চিন্তার খবর।
জিম্বাবোয়ে ক্রিকেটের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ''লান্স ক্লুজনার জিম্বাবোয়ে ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বিশ্বব্যাপী ক্লুজনারের অন্যান্য কাজের কথা মাথায় রেখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জিম্বাবোয়ে ক্রিকেটের সঙ্গে পুরোপুরি সময় দিতে পারবেন না তিনি। তাই সরে দাঁড়াচ্ছেন ক্লুজনার।''
২০১৬-২০১৮ পর্যন্ত জিম্বাবোয়ের ব্য়াটিং কোচ হিসেবে প্রথমে দায়িত্ব সামলেছিলেন। এরপর ফের চলতি বছর মার্চেই জিম্বাবোয়ের ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেন। কিন্তু এবার ফের সরে দাঁড়ালেন তিনি।
এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজন করেছে। এই দুটি ম্যাচ ১০ ও ১২ অক্টোবর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত হবে। টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় বিসিসিআইয়ের কাছে অতিরিক্ত দুটি প্রস্তুতি ম্যাচ চেয়েছিলেন। যাতে ভারতীয় খেলোয়াড়রা পারথের পিচ ও পরিবেশ-পরিস্থিতির সঙ্গে আরও ভালভালে সড়গড় হতে পারে।
১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।
প্রস্তুতি ম্যাচের সময়সূচি:
বনাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশ: ১০ অক্টোবর
বনাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশ: ১২ অক্টোবর
বনাম অস্ট্রেলিয়া: ১৭ অক্টোবর
বনাম নিউজিল্যান্ড: ১৯ অক্টোবর