এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানকে হারাবে, চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতবে ভারত, আশাবাদী লক্ষ্মণ
বেঙ্গালুরু: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের আগে যখন পাকিস্তানের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা ভারতীয় দলের উপর মানসিক চাপ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখন পাল্টা দিলেন ভারতের প্রাক্তন তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। তাঁর দাবি, রবিবার এজবাস্টনে পাকিস্তানকে হারিয়ে দেবে ভারত। একইসঙ্গে খেতাবও ধরে রাখবে বিরাট কোহলির দল।
পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে কেন্দ্রীয় সরকারের আপত্তিকে সমর্থন করেছেন লক্ষ্মণ। তিনি বলেছেন, ‘আমি সবসময় পাকিস্তানের বিরুদ্ধে খেলা উপভোগ করেছি। কিন্তু সরকারের সিদ্ধান্তকে সম্মান জানাতেই হবে। কারণ, এখন পরিস্থিতি খেলা হওয়ার মতো নয়।’
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুটি প্রস্তুতি ম্যাচে সহজেই নিউজিল্যান্ড ও বাংলাদেশকে হারিয়ে দিয়েছে ভারত। এই পারফরম্যান্স আশাবাদী করে তুলেছে লক্ষ্মণকে। তিনি বলেছেন, ‘আমাদের ব্যাটসম্যানরা ফর্মে আছে। শিখর ধবন যেভাবে দুটি ম্যাচেই ব্যাটিং করেছে, সেটা দেখে আমি খুব খুশি। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করার সুযোগকে ভালভাবে কাজে লাগিয়েছে দীনেশ কার্তিক। আমি আত্মবিশ্বাসী, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল খেলবে এবং খেতাব ধরে রাখবে ভারত। যেভাবে দুটো প্রস্তুতি ম্যাচেই খেলেছে ভারত, তাতে আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে।’ ভারতের অধিনায়ক বিরাট কোহলি, কেদার যাদব ও রবীন্দ্র জাডেজা প্রস্তুতি ম্যাচে রান পাওয়ায় খুশি লক্ষ্মণ। তিনি ভারতীয় দলের বোলারদের পারফরম্যান্সেও খুশি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement