এক্সপ্লোর
Advertisement
খেলতে চান টোকিও অলিম্পিকসে, অবসর পিছিয়ে দেওয়ার ভাবনায় লিয়েন্ডার
১৯৯২-এর বার্সেলোনা গেমস থেকে টানা অলিম্পিকসে খেলে আসছেন লিয়েন্ডার। ১৯৯৬ সালে আটলান্টায় তিনি সিঙ্গলসে ব্রোঞ্জ পেয়েছিলেন।
কলকাতা: টোকিও অলিম্পিক গেমসে খেলতে চান ভারতের সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। টোকিওত তিনি যদি শেষপর্যন্ত খেলার সুযোগ পান, তাহলে অষ্টমবার অলিম্পিক গেমসে যোগ দেবেন। এই অনন্য রেকর্ড গড়তে চাইছেন তিনি। সেই কারণেই অবসর নেওয়ার কথা ভাবলেও, আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখছেন। কারণ, করোনা ভাইরাসের জেরে টোকিও অলিম্পিক গেমস এক বছর পিছিয়ে গিয়েছে। এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার পরেই অবসর নিতে চান তিনি।
এ বছরের জুনে ৪৭ বছর বয়স হয়ে যাবে লিয়েন্ডারের। গত বছরের শেষদিকে তিনি ঘোষণা করেছিলেন, ২০২০ তাঁর বিদায়ী বছর হবে। এ বছর খেলার পরেই তিনি অবসর নেবেন। কিন্তু এখন তাঁর ভাবনা বদলে গিয়েছে। একটি ক্রীড়া বিষয়ক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমার বাবা চাইছেন আমি আরও কিছুদিন খেলি। কারণ, তিনি আমাকে জানেন। আমি একবার অবসর নিলে আর ফিরব না। সেই কারণেই অষ্টমবার অলিম্পিকসে খেলার কথা বলছেন। আমার দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছি।’
১৯৯২-এর বার্সেলোনা গেমস থেকে টানা অলিম্পিকসে খেলে আসছেন লিয়েন্ডার। ১৯৯৬ সালে আটলান্টায় তিনি সিঙ্গলসে ব্রোঞ্জ পেয়েছিলেন। এই তারকা মনে করেন, তিনি এখনও যথেষ্ট ফিট। সেই কারণেই রেকর্ড গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে চাইছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement