এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপে মহাতারকা হয়ে ওঠার চ্যালেঞ্জ পোলিশ স্টাইকার লিওয়ানডওস্কির
মস্কো: গত বারের বিশ্বকাপের পর জার্মানি জুড়ে দুটিই ছিল সবচেয়ে আলোচ্য বিষয়। এক, জোয়াকিম লো-র চ্যাম্পিয়ন জার্মানিকে নিয়ে হুল্লোড়। আর দুই ক্লাব ফুটবলে লিওয়ানডওস্কিকে নিয়ে দলবদলে টানাটানি।
এখনও পর্যন্ত একটাও বিশ্বকাপ খেলা হয়নি। কিন্তু বর্তমান পোল্যান্ড ফুটবলের মহাতারকা ইতিমধ্যেই বিশ্বফুটবলে অন্যতম আলোচিত নাম। এই প্রথম বিশ্বকাপে দেখা যাবে রবার্ট লিওনডস্কিকে।
রিবেরি-টমাস মুলারদের সঙ্গে বায়ার্ন মিউনিখের অন্যতম ভরসা ২০১০ সালে বরুসিয়া ডর্টমুন্ডের স্পটারদের নজরে পড়েন। পোলিশ ক্লাব থেকে ৮ বছর আগে ক্লাবফুটবলে জার্মানিতেই ঘাঁটি গাড়েন তিনি। টানা ৪ বছর বরুসিয়া ডর্টমুন্ডে খেলার পর জার্মানির সেরা ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া। ২০১৪ সালে।
গত ৪ বছরে বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে ১২৬ টি ম্যাচে ১০৬টি গোল করেন রবার্ট লিওনডস্কি।
রাশিয়া বিশ্বকাপে পোল্যান্ডের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে অন্যতম কান্ডারি লিওয়ানডওস্কিই।
পোল্যান্ডের হয়ে ৯৩টি ম্যাচে ৫২টি গোল করেছেন লিওনডস্কি।
পোল্যান্ডের মত দলের সদস্য হলেও রাশিয়া বিশ্বকাপে মেসি, নেইমার, রোনাল্ডো, সুয়ারেজদের সঙ্গে লিওনডস্কির দিকে নজর থাকবে লিওনডস্কির দিকে। তিনি নিজেও বলেছেন, দলের হয়ে বিশ্বকাপে তাঁকে প্রচুর পরিশ্রম করতে হবে, এটা তিনি জানেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement