এক্সপ্লোর
Advertisement
'মানুষ হিসেবে ওর কিছু সমস্যা রয়েছে', গম্ভীরকে ফের নিশানা আফ্রিদির
দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দুই খেলোয়াড় খেলা ছেড়েছেন অনেক দিন আগেই। কিন্তু মাঠের লড়াইয়ের পর মাঝেমধ্যেই এই দুই ক্রিকেটার একে অপরের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। এই দুই ক্রিকেটার হলেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি ও ভারতের গৌতম গম্ভীর। ২০০৭-এ কানপুরে ভারত ও পাকিস্তানের ম্যাচে গম্ভীর ও আফ্রিদি উত্তপ্ত বচসায় জড়িয়ে পড়েছিলেন।
নয়াদিল্লি: দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দুই খেলোয়াড় খেলা ছেড়েছেন অনেক দিন আগেই। কিন্তু মাঠের লড়াইয়ের পর মাঝেমধ্যেই এই দুই ক্রিকেটার একে অপরের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। এই দুই ক্রিকেটার হলেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি ও ভারতের গৌতম গম্ভীর। ২০০৭-এ কানপুরে ভারত ও পাকিস্তানের ম্যাচে গম্ভীর ও আফ্রিদি উত্তপ্ত বচসায় জড়িয়ে পড়েছিলেন। এর জের এখনও অব্যাহত। এবার আফ্রিদি আরও একবার সেই বিবাদ উস্কে দিলেন। ভারতের প্রাক্তন ওপেনারের ব্যাটিংয়ের প্রশংসা করেও তাঁকে তীব্র আক্রমণ শানালেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার।
আফ্রিদি বলেছেন, তিনি গম্ভীরের ব্যাটিং বরাবরই পছন্দ করেন। কিন্তু এমন কিছু বিষয় রয়েছে, যা দেখে তিনি বুঝেছেন যে, গম্ভীরের কিছু সমস্যা রয়েছে।
এক সাক্ষাত্কারে আফ্রিদি বলেছেন, একজন ক্রিকেটার ও ব্যাটসম্যান হিসেবে আমি ওকে বরাবরই পছন্দ করি। কিন্তু মানুষ হিসেবে ও কখনও কখনও এমন কিছু বলে, এমন ব্যবহার করে, যা দেখলে মনে হবে যে, ওর কিছু সমস্যা রয়েছে। আমিই শুধু গম্ভীর সম্পর্কে বলছি এমন নয়। ভারতের প্রাক্তন ফিজিও গম্ভীর সম্পর্কে এই বিষয়টি উত্থাপন করে গিয়েছে।
উল্লেখ্য, এক্ষেত্রে আফ্রিদি ভারতের প্রাক্তন ফিজিও প্যাডি আপটনের লেখা বইতে গম্ভীর সম্পর্কে মন্তব্য তুলে ধরেছেন।
২০০৯ থেকে ২০১১ পর্যন্ত মেন্টাল কন্ডিশনার হিসেবে কাজ করেছিলেন আপটন। তিনি লিখেছিলেন যে, সেঞ্চুরি করে আউট হওয়ার পরও গম্ভীর কষ্ট পেতেন। কোনও ভুল করলেও অতিরিক্ত চাপে ভুগতেন।
আপটন তাঁর বইতে লিখেছিলেন, মানসিক কাঠিন্যের দিক থেকে গম্ভীর দলের মধ্যে সবচেয়ে দুর্বল এবং অনিশ্চয়তায় ভুগতেন।
এর জবাবে গম্ভীর বলেছিলেন, আমি ও ভারতীয় দল যাতে বিশ্বের সেরা হয়, আমি তা-ই চাইতাম। আপটনের বইতে যেমন লেখা হয়েছে, এ জন্যই আমি ১০০ করার পরও সন্তুষ্ট হতাম না। এতে কোনও ভুল রয়েছে, বলে আমার মনে হয় নাা। ব্যক্তিগতভাবে আমি আমার মান সবসময়ই বাড়াতে চাইতাম।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement