এক্সপ্লোর
Advertisement
মুকুটে নতুন পালক, কেরিয়ারে ৭০০ তম গোল লিওনেল মেসির
৩৩ তম জন্মদিন পালনের পর আর্জেন্টিনা ও বার্সেলোনার মহাতারকা স্ট্রাইকার লিওনেল মেসি-র মুকুটে জুড়ল নয়া পালক। ঝলমলে কেরিযারে ফুটবলের আরও এক মাইলস্টোন গড়লেন তিনি।
নয়াদিল্লি: ৩৩ তম জন্মদিন পালনের পর আর্জেন্টিনা ও বার্সেলোনার মহাতারকা স্ট্রাইকার লিওনেল মেসি-র মুকুটে জুড়ল নয়া পালক। ঝলমলে কেরিযারে ফুটবলের আরও এক মাইলস্টোন গড়লেন তিনি। স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে কেরিয়ারের ৭০০ তম গোল করে এই নজির গড়লেন মেসি। ম্যাচের ৫০ মিনিটে পানেকা স্পট কিকে ৭০০ গোল করে দিয়াগো সিমিওনের অ্যাটলেটিকোর বিরুদ্ধে দলকে ২-১ এগিয়ে দেন মেসি।
আর ৭০০ তম গোল করে নিজস্ব স্টাইলে উচ্ছ্বাসে মেতে ওঠেন তিনি।
করোনাভাইরাসজনিত বিরতির পর স্পেনের প্রথম সারির ফুটবল লিগের খেলা ফের শুরু হওয়ার পর মেসির এটি তৃতীয় গোল।
এখনও যাঁরা খেলছেন তাঁদের মধ্যে সর্বকালের সবচেয়ে বেশি গোল স্কোরারদের তালিকায় দ্বিতীয় স্থানে মেসি। প্রথম স্থানে তাঁর প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৭২৮ গোল করে তালিকার শীর্ষে পর্তুগাল ও জুভেন্তাসের মহাতারকা।
সমস্ত প্রতিযোগিতায় বার্সেলোনার হয়ে ৭২৪ বার মাঠে নেমে ৬৩০ গোল করেছেন। আর্জেন্টিনা দলের হয়ে ১৩৮ ম্য়াচে তাঁর গোল সংখ্যা ৭০।
সর্বাধিক গোলদাতাদের তালিকা
১. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল, জুভেন্তাস): ৭২৮ গোল (১,০০৫ ম্যাচ)
২. লিওনেল মেসি (আর্জেন্টিনা, বার্সেলোনা): ৭০০ (৮৬২)
৩.জ্লটন ইব্রাহিমোভিচ (সুইডেন, এসি মিলান): ৫৪০ (৯০৭)
৪. লুইস সুয়ােরজ (উরুগুেয়, বার্সেলোনা):৪৭২ (৬৩৭)
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement