এক্সপ্লোর
MI vs RR, IPL Match Preview: আজ মুম্বই-রাজস্থান লড়াই, আত্মবিশ্বাসী রোহিতরা, দলে বদল আনতে পারেন স্মিথ
এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মুম্বই।
আবু ধাবি: সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল-এর ম্যাচগুলি যত এগোচ্ছে, প্রতিযোগিতা ততই আকর্ষণীয় হয়ে উঠছে। সব দলেরই শক্তি ও দুর্বলতা প্রকাশিত হচ্ছে। সেই অনুযায়ী প্রতিদ্বন্দ্বী দলগুলি পরিকল্পনা করছে। তবে রোজ সেই পরিকল্পনা যে কার্যকর হচ্ছে. এমনটা মোটেই নয়। বিপক্ষকে হতবাক করে দিয়ে একজন বা দু’জন ক্রিকেটার চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়ছেন।
চলতি আইপিএল-এ আজ ২০-তম ম্যাচে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মুম্বই। অন্যদিকে, চার ম্যাচ খেলে দু’টি জিতে চার পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রাজস্থান। গত ম্যাচে জিতেছে মুম্বই। অন্যদিকে, শেষ দু’টি ম্যাচই হেরে গিয়েছে রাজস্থান। ফলে মানসিকভাবে এগিয়ে থেকেই আজ মাঠে নামবেন রোহিতরা। যদিও ২০১৮ থেকে টানা চারটি ম্যাচে মুম্বইকে হারিয়ে দিয়েছে রাজস্থান। এই রেকর্ড আবার আত্মবিশ্বাস জোগাবে স্মিথদের।
মুম্বইয়ের অধিকাংশ ক্রিকেটারই ভাল ফর্মে। উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক প্রথম কয়েকটি ম্যাচে ব্যাট হাতে ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে স্বস্তি দিয়েছেন। ফলে দল নিয়ে বিশেষ চিন্তা নেই রোহিতের।
রাজস্থানের তারকা অলরাউন্ডার বেন স্টোকস এখনও কোয়ারেন্টিনে আছেন। ফলে তিনি আজকের ম্যাচেও খেলতে পারবেন না। আজ দলে কয়েকটি বদল আনতে পারেন স্মিথ। খেলার সুযোগ পেতে পারেন যশস্বী জয়সোয়াল, কার্তিক ত্যাগীরা। সঞ্জু স্যামসনের কাছ থেকে বিধ্বংসী ইনিংসের আশায় দল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement