এক্সপ্লোর
VIrat Kohli And Anushka Sharma: বিরুষ্কার ৩২ কোটি মূল্যের আলিবাগের বাংলোর ঝলক দেখলেই চোখ জুড়িয়ে যাবে আপনার
Indian Cricket Team: তাপমাত্রা–নিয়ন্ত্রিত সুইমিং পুল, জাকুজি, অত্যাধুনিক রান্নাঘর, লিভিং রুম সব কিছুই তাক লাগাবে আপনাকে। বাংলোর মাপ প্রায় ১০ হাজার স্কোয়ার ফুট।

বিরাট কোহলির আলিবাগের বাংলো
1/10

বিরাট কোহলির আলিবাগের বাংলােটি দেখেছেন? চোখ জুড়িয়ে যাবে আপনার। একবার দেখে নিন সেই বাংলােটি।
2/10

আর্কিটেকচারাল ডাইজেস্টের সোশ্য়াল মিডিয়ায় বিরাট-অনুষ্কার বিলাসবহুল বাংলোর ছবি পোস্ট করা হয়েছে। যা রীতিমত ভাইরাল হয়েছে।
3/10

সূত্রের খবর, প্রায় ৮ একর জমির উপর এই বাংলোটি নির্মিত হয়েছিল। ২০২২ সালে এটি কিনেছিলেন বিরুষ্কা।
4/10

তাপমাত্রা–নিয়ন্ত্রিত সুইমিং পুল, জাকুজি, অত্যাধুনিক রান্নাঘর, লিভিং রুম সব কিছুই তাক লাগাবে আপনাকে। বাংলোর মাপ প্রায় ১০ হাজার স্কোয়ার ফুট।
5/10

মেঝের কাজেও রয়েছে আধুনিকতার ছোঁয়া। তুর্কি চুনাপাথর, ইতালিয়ান মার্বেল দিয়ে মেঝে তৈরি করা হয়েছে।
6/10

উল্লেখ্য, আলিবাগের এই বাংলোতে যদিও নিয়মিত থাকেন না বিরুষ্কা। তাঁদের মুম্বইয়ে ৩৪ কোটি টাকার ফ্ল্যাট রয়েছে। সেখানেই তাঁরা থাকেন এই মুহূর্তে।
7/10

গত ১৫ জানুয়ারি একটি ভিডিও ক্লিপে দেখা যায় অস্ট্রলিয়া থেকে ফেরার পর গেটওয়ে অব ইন্ডিয়া থেকে বিভিন্ন জিনিস নিয়ে স্পিড বোটে করে আলিবাগের উদ্দেশ্যে রওনা দেন।
8/10

ভিডও একটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বাংলোর মূল ফটকে ফুলের মালা দিয়ে সাজানো। বোঝাই যাচ্ছে যে গৃহপ্রবেশের অনুষ্ঠান রয়েছে। এক পুরোহিতকেও দেখা যায়।
9/10

বিরাট-অনুষ্কা, রোহিত-রীতিকা দলের তারকা ক্রিকেটারেদর স্ত্রী-দের সঙ্গে নিয়ে বিভিন্ন সফরে যাওয়ার ওপর বোর্ড নিষেধাজ্ঞা জারি করেছে। শোনা যাচ্ছে বিসিসিআই নাকি এবার থেকে ৪৫ দিনের লম্বা সফর হলে সেক্ষেত্রে পরিবার বা স্ত্রীদের দলের সঙ্গে দুই সপ্তাহই থাকতে দেওয়া হবে।
10/10

বিরাটের সাম্প্রতিক ফর্ম একেবারেই ভাল নয়। অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র ১৯৩ রান করেছেন গোটা সিরিজে।
Published at : 16 Jan 2025 07:42 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
