এক্সপ্লোর
Advertisement
অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের বেহাল দশা নিয়ে ভাজ্জির ট্যুইটের জবাব দিলেন ক্লার্ক
নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজ ইতিমধ্যেই ৩-০ হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। বাকি দুটি ম্যাচ হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। কিন্তু যেভাবে ভারতীয় দল খেলছে তাতে হোয়াইট ওয়াশের ভ্রুকুটি অস্ট্রেলিয়ার সামনে। প্রথম তিনটি ম্যাচে সেভাবে ভারতকে চাপের মুখে ফেলতেই পারেনি স্টিভেন স্মিথের দল। এই অসি দলকে দেখে রীতিমতো হতাশ ভারতের সিনিয়র অফস্পিনার হরভজন সিংহ। ট্যুইটারের মাধ্যমে তিনি কটাক্ষ করলেন অস্ট্রেলিয়ার দলকে। তিনি প্রাক্তন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ককে অবসর ভেঙে ফিরে আসার কথা বললেন।
নিজে যখন ভারতীয় দলে খেলতেন তখন অস্ট্রেলিয় ক্রিকেটারদের সঙ্গে হরভজনের প্রতিদ্বন্দ্বিতা বেশ উপভোগ্য হয়ে উঠত। এখন অসি টিমের বেহাল দশা নিয়ে মাইকেল ক্লার্ককে তিনি বলেছেন, তোমার অবসর ভেঙে ফিরে আসার দরকার হয়ে পড়েছে দেখছি। সেরা ব্যাটসম্যান তৈরির যে সময় অস্ট্রেলিয়ার ছিল, তা শেষ হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে। ব্যাটসম্যানদের বেহাল দশা।
এর জবাবও দিয়েছেন ক্লার্ক। তাঁর ট্যুইট, এখন শীতাতপ নিয়ন্ত্রিত কমেন্ট্রি বক্সটাই বেশ উপভোগ করছি। হ্যাঁ, অস্ট্রেলিয়ার কিছু একটা করা দরকার।Mate u need to come out of your retirement and start playing again I think.Era of Aussies producing top batsmans is over I feel.No quality https://t.co/kGcovxfJWR
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 24, 2017
I have only just seen this buddy. These old legs of mine are enjoying the air conditioned commentary box 😂✌️Aussies have some work to do! https://t.co/DnlTgdWPif — Michael Clarke (@MClarke23) September 25, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement