এক্সপ্লোর
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ আন্তর্জাতিকে ২,০০০ রানের নজির মিতালি রাজের

কুয়ালালামপুর: প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০-তে ২,০০০ রান পূরণ করলেন মিতালি রাজ। আজ মহিলাদের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে এই নজির গড়লেন মিতালি। আজ তিনি ২৩ রান করেন। ৭৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এখন তাঁর মোট রান ২,০১৫।
Congratulations to @M_Raj03 on reaching 2,000 T20I runs - the first player to reach the landmark for @BCCIWomen ???? #INDvSL #WAC2018 pic.twitter.com/dWmslbT5CG
— ICC (@ICC) June 7, 2018
ভারতের পুরুষ ক্রিকেটারদের মধ্যে কেউই এখনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২,০০০ রান করতে পারেননি। অধিনায়ক বিরাট কোহলি ১,৯৮৩ রান করেছেন। রোহিত শর্মা ১,৮৫২ ও সুরেশ রায়না ১,৪৯৯ রান করেছেন। তাঁদের টপকে এই নজির গড়ায় আইসিসি ও বিসিআই-এর পক্ষ থেকে ট্যুইট করে মিতালিকে অভিনন্দন জানানো হয়েছে। Congratulations to @M_Raj03. She becomes the first Indian woman to score 2000 runs in T20 Internationals. #INDvSL #ACC #WAC2018 pic.twitter.com/9Cl3buCGeF
— BCCI Women (@BCCIWomen) June 7, 2018
মিতালির আগে অবশ্য ৬ জন মহিলা ক্রিকেটার আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২,০০০-এর বেশি রান করেছেন। সর্বোচ্চ ২,৬০৫ রান করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক শার্লট এডওয়ার্ডস। ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর ২,৫৮২ এবং নিউজিল্যান্ডের সুজি বেটস ২,৫১৫ রান করেছেন। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















