এক্সপ্লোর
Advertisement
রেলের ১০ মহিলা ক্রিকেটারের পদোন্নতি, ১.৩০ কোটি টাকা দেওয়ার ঘোষণা সুরেশ প্রভুর
নয়াদিল্লি: সদ্যসমাপ্ত মহিলা বিশ্বকাপে ভারতীয় দলে রেলের যে ১০ জন ক্রিকেটার ছিলেন, তাঁদের প্রত্যেকের পদোন্নতি এবং ১.৩০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। আজ রেলভবনে মিতালি রাজদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আজ ভারতীয়দের কাছে খুশির দিন। তবে রেলের কাছে এটা বিশেষ গর্বের বিষয়। ১৫ জন বিশ্বমানের ক্রিকেটারের ১০ জনই রেলের। অধিনায়ক, সহ-অধিনায়ক, উইকেটকিপার, সর্বোচ্চ রান সংগ্রহকারী আমাদের কর্মী। ভারতীয় পুরুষ ক্রিকেট দলে রেলের কেউ নেই। কিন্তু মহিলারা নিজেদের দল গড়েছেন। এটা গোটা ট্রেন সংরক্ষণ করার মতোই ঘটনা। প্রাক্তন মহিলা ক্রিকেটার ডায়না এডুলজি থেকে শুরু করে মিতালি, সবাই রেলের হয়ে খেলেছেন। এটা আমাদের গর্ব।’
মিতালি এতদিন দক্ষিণ-মধ্য রেলের চিফ অফিস সুপারিনটেনডেন্ট ছিলেন। পদোন্নতির পর তিনি গ্রুপ ‘বি’ গেজেটেড অফিসার হলেন। হরমনপ্রীত কউরও গেজেটেড অফিসার হয়েছেন। মহিলা ক্রিকেটারদের পাশে থাকার জন্য রেলকে ধন্যবাদ জানিয়েছেন মিতালি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement