IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে পুরো টেস্ট সিরিজেই হয়ত পাওয়া যাবে না শামিকে, কিন্তু কেন?
Mohammed Shami: সূত্রের খবর, পুরো সিরিজেই হয়ত পাওয়া যাবে না মহম্মদ শামিকে। গােড়ালির চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন তিনি।
মুম্বই: বিশ্বকাপের (World Cup 2023) পর থেকেই মাঠের বাইরে তিনি। চোটের জন্য ছিটকে গিয়েছিলেন ২২ গজ থেকে। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজেও দেখতে পাওয়া যায়নি তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টের যে স্কোয়াড ঘোষণা হয়েছে, সেখানে রাখা হয়নি শামিকে (Mohammed Shami)। তবে সূত্রের খবর, পুরো সিরিজেই হয়ত পাওয়া যাবে না মহম্মদ শামিকে। গােড়ালির চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন তিনি।
ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলে প্রথম দুটো টেস্টের জন্য রাখা হয়নি শামিকে। তবে নির্বাচকরা আশা করেছিলেন যে পরের তিন টেস্টের আগে পুরো ফিট হয়ে উঠবেন শামি। ফলে তাঁকে হয়ত স্কোয়াডে ফিরিয়ে আনা হবে। কিন্তু সূত্র মারফৎ জানা গিয়েছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির যে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তারকা পেসার, তাঁরা নাকি লন্ডনে স্পেশালিস্ট চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার কথা বলেছেন শামিকে। এনসিএর স্পোর্টস সায়েন্স ডিভিশনের প্রধান নীতিন পটেলও হয়ত শামির সঙ্গে লন্ডনে উড়ে যাবেন।
এদিকে, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দেশে ফিরে গেলেন হ্যারি ব্রুক। তাঁর দেশে ফেরার কথা জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন ব্রুক। একটি বিবৃতিতে বলা হয়েছে, ''এই সময় ব্রুকের পরিবারকে দয়া করে বিরক্ত করবেন না। সংবাদমাধ্যমের কাছে বোর্ডের অনুরোধ, ওদের একা থাকতে দিন। ওদের অনুরোধকে সম্মান করুন।''
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, এই সিরিজ়ে আর ফিরবেন না ব্রুক। তিনি না থাকায় টিম কম্বিনেশনে সমস্যা হবে। কয়েক দিনের মধ্যেই ব্রুকের পরিবর্ত ঘোষণা করবে তারা। কিন্তু ঠিক কী কারণে ব্রুককে দেশে ফিরতে হল সে বিষয়ে বোর্ড কিছু জানায়নি।
দরজায় কড়া নাড়ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। ভারতের মাটিতে পাঁচটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ইংল্যান্ড। আর সেই সিরিজে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বিরাট কোহলির ফর্ম। কোহলির ব্যাট সিরিজের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে বলে মনে করছেন অনেকে।
প্রথম দু-টেস্টের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (কিপার), শ্রীকার ভরত (কিপার), ধ্রুব জুড়েল (কিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রীত বুমরা (ভাইস ক্যাপ্টেন), আবেশ খান।