এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
পাখির চোখে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের ঝলক, ছবি শেয়ার বিসিসিআইয়ের, উচ্ছ্বসিত অনুরাগীরা
গুজরাতের মোতেরায় অত্যাধুনিক ও বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের ঝলক দেখাল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। শূন্য থেকে তোলা স্টেডিয়ামের ছবি শেয়ার করে বিসিসিআই-এর ট্যুইট- মোতেরা স্টেডিয়াম, আমেদাবাদ, ভারত, দর্শকাসনের সংখ্যা ১, ১০,০০০-এর বেশি।
![পাখির চোখে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের ঝলক, ছবি শেয়ার বিসিসিআইয়ের, উচ্ছ্বসিত অনুরাগীরা Motera: BCCI Gives Out Glimpse Of World Largest Cricket Stadium, Fans Go Gaga On Social Media পাখির চোখে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের ঝলক, ছবি শেয়ার বিসিসিআইয়ের, উচ্ছ্বসিত অনুরাগীরা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/19153026/77.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: গুজরাতের মোতেরায় অত্যাধুনিক ও বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের ঝলক দেখাল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। শূন্য থেকে তোলা স্টেডিয়ামের ছবি শেয়ার করে বিসিসিআই-এর ট্যুইট- মোতেরা স্টেডিয়াম, আমেদাবাদ, ভারত, দর্শকাসনের সংখ্যা ১, ১০,০০০-এর বেশি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই স্টেডিয়ামের উদ্বোধন করবেন বলে মনে করা হচ্ছে। নবনির্মিত স্টেডিয়ামের ওই দর্শনীয় ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। আসন্ন ভারত সফরে গুজরাতে আসছেন ট্রাম্প। তাঁর সফর সংক্রান্ত নিরাপত্তা বন্দোবস্ত খতিয়ে দেখতে স্টেডিয়ামে এসেছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মোতেরা স্টেডিয়ামে স্বাগত অনুষ্ঠান ‘নমস্তে ট্রাম্প’-এ যোগ দেবেন। বর্তমানে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম (এমসিজি) বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামে দর্শকাসন ৯০ হাজার। এর আগে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি পরিমল নাথওয়ানি ২০১৯-র জানুয়ারিতে তখন নির্মীয়মান স্টেডিয়ামের কয়েকটি ছবি শেয়ার করে দাবি করেছিলেন যে, এই স্টেডিয়াম এমসিজি-র থেকে বড়।#MoteraStadium Ahmedabad, India 🇮🇳 Seating capacity of more than 1,10,000 World's largest #Cricket stadium pic.twitter.com/FKUhhS0HK5
— BCCI (@BCCI) February 18, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)